আজ: মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ইং, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৪ এপ্রিল ২০১৬, রবিবার |

kidarkar

মিউচ্যুয়াল ফান্ডে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ছে

Mutualfunds_sharebazarnewsশেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত মেয়াদি অধিকাংশ মিউচ্যুয়াল ফান্ডে ২০১৫ হিসাব বছরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) একাধিক নেতার সাথে কথা বলে জানা যায়, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড পলিসি পরিবর্তন করবে। এর জন্য কমিশন মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা সংশোধন করবে। এছাড়া বর্তমানে অধিকাংশ মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর নীট সম্পদ মূল্যের (এনএভি) নিচে রয়েছে। তাই মিউচ্যুয়াল ফান্ড বিনিয়োগ উপযোগী অবস্থায় রয়েছে। এ কারণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডগুলোতে বিনিয়োগ বাড়াচ্ছে।

গত ২১ এপ্রিল পর্যন্ত ৩৯টি মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৩০টি ফান্ডের ইউনিট দর অভিহিত মূল্য ১০ টাকার নিচে অবস্থান করছে। এর মধ্যে ১৯টি ফান্ডের ইউনিট দর ৫ টাকার নিচে রয়েছে। বাকী ৯টি ফান্ডের ইউনিট অভিহিত মূল্য থেকে বেশি দরে লেনদেন হচ্ছে।

নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড হিসেবে রি-ইনভেস্টমেন্ট ইউনিট প্রদানের ক্ষেত্রে শর্ত আরোপ করবে। এর জন্য নিয়ন্ত্রণকারী সংস্থাটি মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা, ২০০১ সংশোধন করবে। যা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ডিভিডেন্ড হিসেবে রি-ইনভেস্টমেন্ট ইউনিট প্রদানের ক্ষেত্রে ট্রাস্টি প্রতিষ্ঠান ও সম্পদ ব্যবস্থাপক কোম্পানি যাতে কোন অনিয়ম করতে না পারে এ জন্য এমন উদ্যোগ নিয়েছে বিএসইসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দেয়া সর্বশেষ তথ্যমতে, ৩৯টি মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ২৯টি ফান্ডে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। অপরদিকে ৩টি ফান্ডে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে।

জানা যায়, ৩০ জুন, ২০১৫ সমাপ্ত বছরে ফার্স্ট জনতা মিউচ্যুয়াল ফান্ডের মোট আকারের ০.৩৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল। ২৯ ফেব্রুয়ারি, ২০১৬ তে এ বিনিয়োগ বেড়ে হয়েছে ৪২,৯৩ শতাংশ।

একইভাবে চলতি বছরে এবি ব্যাংক প্রথম মিউচ্যুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, এশিয়ান টাইগার সন্ধানি লাইফ গ্রোথ ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, গ্রামীণ ওয়ান: স্কীম টু, গ্রীনডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্ন্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড, রিলায়েন্স ওয়ান, সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।

তবে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড এবং ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে।

ডিএসই সূত্রে জানা যায়, তালিকাভুক্ত ৪০টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৪টি ফান্ড সমাপ্ত অর্থবছরের জন্য রি-ইনভেস্টমেন্ট ইউনিট বা বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে। পরিণতিতে থিওরেটিক্যাল অ্যাডজাস্টমেন্টের পর এ ফান্ডগুলোর ইউনিট দর ৭.৩০ শতাংশ কমেছে। অথচ ২৩টি মিউচ্যুয়াল ফান্ড সমাপ্ত হিসাব বছরে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আর এসব ফান্ডের ইউনিট দর ৩.৮০ শতাংশ বেড়েছে।

শেয়ারবাজারনিউজ/আ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.