আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০১ মার্চ ২০১৫, রবিবার |

kidarkar

মার্জিন সুবিধা হারালো বিডি সার্ভিস

bd-serviceশেয়ারবাজার ডেস্ক: মার্জিন ঋণ সুবিধা হারালো পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমন ও অবকাশ খাতের কোম্পানি বাংলাদেশ সার্ভিস লিমিটেড (বিডি সার্ভিস)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) এসইসি/সিএমআরআরসিবি/২০০১-৪৩/১৬৯ তাং ১ অক্টোরবর ২০০৯ইং ধারা অনুযায়ী বিডি সার্ভিসকে নন-মার্জিনেবল সিকিউরিটিজ ঘোষণা করা হয়েছে। আগামীকাল ২ মার্চ থেকে এ নিয়য় কার্যকর হবে।

উল্লেখ্য, এ থেকে জেড ক্যাটাগরিতে নেমে গেছে বিডি সার্ভিস। আর এ কারণে এ কোম্পানিটিকে নন মার্জিনেবল ঘোষণা করা হয়েছে।

শেয়ারবাজার/অ

 

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.