আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০২ মার্চ ২০১৫, সোমবার |

kidarkar

চলন্ত বাসে সজলের পেট্রোল বোমা

sojolশেয়ারবাজার ডেস্ক: ঢাকার ব্যস্ততম এলাকা মগবাজারে একটি চলন্ত বাসে পেট্রোলবোমা ছুড়লেন এসময়ের জনপ্রিয় অভিনেতা সজল। এ ঘটনায় স্থানীয়রা তাকে আটক করে গনধোলাই দিয়েছে এবং পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এ কথা শুনেই অবাক হওয়ার কিছু নেই। এটা বাস্তবে নয়। জি এম সৈকতের নতুন একটি নাটক ‘পেট্রোল বোমা’য় এমন চরিত্রে অভিনয় করেছেন সজল।

এ প্রসঙ্গে সজল জানান- এ নাটকে আমি মাস্টার্স পাশ করা যুবক থাকি, শত চেষ্টা করেও কোন চাকরির সন্ধান পাই না। এরপর অভাব-অনটনে পড়ে বিবেগকে বিসর্জন দিয়ে এমন হীনমন্ন কাজে লিপ্ত হয়ে পড়ি,এবং যে বাসে পেট্রোল বোমা ছুড়ে মারি ওই বাসেই থাকে আমার বাবা এবং বোন, তারা আগুনে পুড়ে দগ্ধ হন এবং এই ভুলের যন্ত্রনা সইতে না পেরে আমি ধীরে ধীরে পাগল হয়ে যায়। পরবর্তীতে একটা সময় আমার ফাঁসি হয়।

তিনি আরো বলেন, অনেক যত্ন সহকারে এ নাটকের কাজটি করেছি। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে।

সজল ছাড়াও নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, পারভেজ মোশাররফ, নাতাশা, জেরিন, সাজু , রেশমী, এস এম মহসীন, উচ্ছাস, মিলন, দোলন প্রমুখ।

শীঘ্রই ‘পেট্রোল বোমা’ নাটকটি একটি বেসরকারী চ্যানেলে প্রচারিত হবে বলেও জানা যায়।

 

শেয়ারবাজার/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.