আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৩ মার্চ ২০১৫, মঙ্গলবার |

kidarkar

আইসিবি ক্যাপিটালের ৬ কর্মকর্তাকে তলব করেছে দুদক

dudokশেয়ারবাজার রিপোর্ট:  আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের ৬ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে তাদের তলবের নোটিশ পাঠিয়েছে দুদক। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

তলবকৃত কর্মকর্তা হলেন: আইসিবি ক্যাপিটাল ম্যানেজমন্টের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রউফ, সাবেক উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক নিজাম উদ্দিন আহমেদ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. ইউনুস চৌধুরী, এক্সিকিউটিভ অফিসার ফাহমিদা ফারজানা, অফিসার মো. শফিকুল ইসলাম এবং সায়মা জামান।

মঙ্গলবার কমিশনের সহকারি পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আল আমিন কর্তৃক প্রেরিত নোটিশে তাদের আগামী ৯ মার্চ দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রে জানা যায়, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের গ্রাহক মেজর (অব.) মো. আবদুর রাজ্জাক ২০০৯ সালের ৭ অক্টোবর শেয়ারবাজারে নিজের ও স্ত্রীর নামে দুটি হিসাব খোলেন। পরবর্তীতে এ হিসাব নম্বরে ৪ লাখ টাকা দিয়ে গ্রামীণফোনের শেয়ার কেনেন। শেয়ার কেনার ক্ষেত্রে কোনো মার্জিন ঋণ গ্রহণ করেননি তিনি। তারপরও ২০১৪ সালের ১৯ জুন আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের পক্ষ থেকে চিঠি দিয়ে তাকে মার্জিন ঋণের কথা জানানো হয়।

ওই চিঠিতে বলা হয়, বিনিয়োগ হিসাব ৮৮৫০ এর বিপরীতে ৬ লাখ ৪২ হাজার ৮৫ টাকা মার্জিন ঋণ নেওয়া হয়েছে। ঋণ পরিশোধ ও সমন্বয়ের জন্যই মূলত ওই চিঠি দেওয়া হয়। একইভাবে আবদুর রাজ্জাকের স্ত্রী জাহানারা পারভীনের নামেও ৯ লাখ টাকা মার্জিন ঋণ দেখানো হয়েছে। ২ চিঠিতে স্বামী-স্ত্রীর নামে মোট প্রায় সাড়ে ১৫ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।

সূত্র জানায়, আইসিবির সহযোগী প্রতিষ্ঠান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের বিরুদ্ধে গ্রাহক প্রতারণার অভিযোগটি অনুসন্ধানে নেমেছে দুদক। ইতিমধ্যে অভিযোগ অনুসন্ধানে সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করে প্রতিষ্ঠানটির ডিজিএমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আরও অধিকতর অনুসন্ধানের জন্য এসব কর্মকর্তাদের তলব করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২৫ ফেব্রুয়ারি একই অভিযোগে আইসিবি উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।[wpdevart_like_box profile_id=”754084354660259″ connections=”6″ width=”300″ height=”550″ header=”0″ locale=”en_US”]

 

শেয়ারবাজার/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.