আজ: মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ইং, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০১ জুন ২০১৬, বুধবার |

kidarkar

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৪০০ কোটি ৮০ লাখ টাকা তুলবে ইউনাইটেড এয়ার

UNITEDশেয়ারবাজার রিপোর্ট : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবার কমিশনের ৫৭৫তম সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ৪০ কোটি ৮ লাখ ৮ হাজার ৮০০টি সাধারণ শেয়ার অভিহিত মূল্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৪০০ কোটি ৮০ লাখ ৮৮ হাজার টাকা মূলধন সংগ্রহ করবে। প্রাইভেট প্লেসমেন্টের সুইফট এয়ার কারগো, ফিনিক্স এয়ারক্র্যাফট লিজিং ও টিএসি অ্যাভিয়েশন ইউনাইটেড এয়ারের শেয়ার কিনবে। এরমধ্যে সুইফট এয়ার কার্গোর প্রাপ্য শেয়ার তিন বছর, ফোনিক্স এয়ারক্রাফট এবং টিএসি অ্যাভিয়েশন লিমিটেডের প্রাপ্য শেয়ার এক বছরের জন্য লক-ইন থাকবে।

ইউনাইটেড এয়ার এই অর্থ বিমান ক্রয় ও সংশ্লিষ্ট বর্তমান দায় পরিশোধের কাজে ব্যবহার করবে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

শেয়ারবাজারনিউজ/আ

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.