আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৪ জুন ২০১৬, শনিবার |

kidarkar

লতাপাতা খেয়ে ২৫৬ বছর!

Oldশেয়ারবাজার ডেস্ক: মানুষ কতো বছর বাঁচে? আমরা জানি ৭০ কিংবা ৮০/৯০ বছর। তাই ২৫৬ বছর বাঁচার খবরটি হয়তো একটু বিস্ময়কর মনে হবে। ২৫৬ বছর বয়সী ওই ব্যক্তির নাম লি চিং ইউয়েন। তিনি চীনের বাসিন্দা। তিনি ১৭৪৯ সালে ৭১ বছর বয়সে চীনা সেনাবাহিনীর মার্শাল আর্ট প্রশিক্ষক হিসেবে যোগদান করেন।

লি চিং ইউয়েন জন্ম ১৬৭৭ সালে। ২৫৬ বছর অতিক্রম করাকালীন তিনি বিয়ে করেছেন ২৩ বার। ২৩টি সংসারে সন্তানের সংখ্যা ১৮০ জন।

জানা যায়, ১৯৩৩ সালে লি-এর মৃত্যুর পর স্ত্রী-সন্তানদের একসঙ্গে দেখা গিয়েছিল তার অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে।

তাহলে এতো বছর বাঁচার রহস্য কী? কোন জাদুতে তিনি এতো বছর বেঁচেছিলেন? জানা গেছে, কচ্ছপের মতো বসে থাকতেন লি। ঘুমাতেন কুকুরের মতো কুন্ডলি পাকিয়ে। তার হৃদস্পন্দন ছিল অত্যন্ত ধীরগতিতে। লি’র সময় কাটতো শিল্প ও গাছপালা নিয়ে। লি চিং ইউয়েনের খাবার তালিকায় ছিল গাছের লতাপাতা। ব্যয়াম ও মার্শাল আর্টের প্রতি তার ঝোঁক ছিল খুব বেশি। তিব্বত হতে শুরু করে চীনের গুরুত্বপূর্ণ সব শহরে ভ্রমণও করেন লি।

অনেকেই বলেন, লি চিং ইউয়েনের জন্ম ১৬৭৭-এ নয়, ১৭৩৬ সালে। সেক্ষেত্রে তার বয়স দাঁড়ায় ১৯৭ বছর। যদি তাইও হয় তাহলে সেটিই বা কম কীসের?

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.