আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৫ মার্চ ২০১৫, বৃহস্পতিবার |

kidarkar

রাইট শেয়ার: অভিযোগ নিষ্পত্তির সময়সীমা বাতিল

BSECশেয়ারবাজার রিপোর্ট: কোম্পানির রাইট অফার ডকুমেন্ট না পাওয়ার অভিযোগ ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে এমন নির্দেশনাটি বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

পুঁজিবাজারের স্বার্থে এ নির্দেশনাটি বাতিল করা হয়েছে বলে জানানো হয়।

৪ মার্চ জারি করা বিএসইসির এ নির্দেশনায় বলা হয়, পুঁজিবাজারের স্বার্থে বিএসইসি সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯ এর ২০এ ধারায় প্রাপ্ত ক্ষমতাবলে গত ১২ অক্টোবর ২০১১ তারিখে ইস্যুকৃত কমিশনের নির্দেশনা বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, ১২ অক্টোবর ২০১১ তারিখে জারি করা নির্দেশনায় বলা হয়েছিল, ১৯৯৪ সালের কোম্পানি আইনের ১৫৫ ধারার অধীনে, যে সকল সদস্য রাইট অফার ডকুমেন্ট পাবার অধিকারী হওয়া সত্বেও যথাসময়ে পায়নি তাদের দাখিলকৃত সকল অভিযোগ আগামী ৬০ দিন অর্থাৎ দুই মাসের মধ্যে নিস্পত্তি করে কমিশনকে অবহিত করবে। এক্ষেত্রে, বিদ্যমান ও প্রাপ্ত নতুন অভিযোগ আমলে নেয়া হবে। এবং দুই মাস অতিবাহিত হবার পর অবিলিকৃত অংশ অবলেখকদের হিসাবে কমিশনের নির্দেশক্রমে জমা প্রদান করা যাবে।

 

শেয়ারবাজারনিউজ/তু/ওসি

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.