আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৪ জুলাই ২০১৬, বৃহস্পতিবার |

kidarkar

সেলফি তোলার সেরা কিছু অ্যান্ড্রয়েড অ্যাপস

EASIN_ES-1466247599-ede8783_xlarge_0শেয়ারবাজার ডেস্ক: আমাদের দৈনন্দিন জীবনের টুকটাক ফটোগ্রাফির জন্য আমরা অনেকেই এখন আমাদের স্মার্টফোনকেই বেছে নেই। তাই এখন স্মার্টফোন কেনার আগে বেশিরভাগই এর ক্যামেরার দিকে বেশি গুরুত্ব দেয়। আমাদের স্মার্টফোনে বিল্ট-ইন ক্যামেরা অ্যাপ রয়েছে, তবে তাতে রয়েছে কিছু সীমাবদ্ধতা।তাই আমরা অনেক রকমের থার্ডপার্টি অ্যাপস ব্যবহার করি যা আমাদের সেইসব সীমাবদ্ধতা অনেকটাই দূর করে থাকে।

 প্লেস্টোরে বেশ কিছু এ্যপস রয়েছে যা মুলত ক্যামেরা এবং সেলফির জন্য।তবে এদের মধ্যে কিছু অ্যাপস রয়েছে যা আসলেই বেষ্ট।তাদের মধ্যে টপ ৫টি অ্যাপস শেয়ার করা হল:

ক্যামেরা অ্যাপস

 

1. Camera FV-5 [price $3.95]

 

2. DSLR Camera Pro [price $2.90]

 

3. Camera Zoom fx premium [price $0.91]

 

4. Camera 360 ultimate [price free]

 

5. Camera MX [price free]

 

সেলফি অ্যাপস

 

1. YouCam Perfect [price free]

 

2. Retrica [price free]

 

3. Line Camera [price free]

 

4. Candy Camera [price free]

 

5. Frontback [price free]

 

অনেকেই এই অ্যাপসগুলো ব্যবহার করছে,কিন্তু যারা এখনও ব্যবহার করেনি আশা করছি তাদের অনেক কাজে আসবে। আমি অনেক অ্যাপস ব্যবহার করেছি তবে আমার কাছে ক্যামেরা অ্যাপসের মধ্যে Camera FV-5 এবং সেলফি অ্যাপসের মধ্যে YouCam Perfect বেষ্ট মনে হয়েছে। এবং বর্তমানে এই দুইটি অ্যাপস ব্যবহার করছি।

অ্যাপসগুলো ডাউনলোড করতে প্লেস্টোরে যেয়ে অ্যাপসের নাম সার্চ করলেই পেয়ে যাবেন। আর যেগুলো পেইড অ্যাপস এবং যাদের কাছে ডলার নেই তারা Blackmart Alfa, Amazon underground, 4Sheard থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

শেয়ারবাজারনিউজ/মা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.