আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১২ মার্চ ২০১৫, বৃহস্পতিবার |

kidarkar

স্টক ব্রোকার ও ডিলার সনদ পেল ইউনিক্যাপ সিকিউরিটিজ

unc_692962882শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য কোম্পানি ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেডকে স্টক ব্রোকার ও স্টক ডিলার রেজিষ্ট্রেশন সনদ প্রদান করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (১২ মার্চ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আবেদনের প্রেক্ষিতে বিএসইসি ইউনিক্যাপ সিকিউরিটিজকে স্টক ব্রোকার ও স্টক ডিলারের রেজিষ্ট্রেশন সনদ প্রদান করেছে। স্টক ব্রোকারের রেজিস্ট্রেশন নং: REG.-3.1/DSE-163/2008/250 ও স্টক ডিলারের রেজিষ্ট্রেশন সনদ নং REG.-3.1/DSE-163/1995/28। প্রতিষ্ঠানটির তিন ডিজিটের আইডি হচ্ছে UCS ও ডিএসই সদস্য নং- ২৫০।

শেয়ারবাজারনিউজ/তু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.