আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০২ অগাস্ট ২০১৬, মঙ্গলবার |

kidarkar

ব্যাসেল পূরণে বন্ডের অনুমোদন পেল সাউথইস্ট ব্যাংক

SouthEast_Bankশেয়ারবাজার ডেস্ক: ব্যাসেল-২ এর শর্ত পূরণে মূলধন বাড়াতে সাউথইস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে। নন কনভার্টেবল, সাব-অর্ডিনেটেড, ফ্লোটিং রেটেড ও রিডিমেবল বৈশিষ্ট্যের এ বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)।

জানা যায়, ব্যাসেল ২ পূরণ করতে এ মূলধন সংগ্রহ করবে কোম্পানি। বন্ডটির মেয়াদ হবে সাত বছর। যা শুধুমাত্র আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট বডি ও যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিক্রি করা হবে। বন্ডের প্রতিটির ইস্যুর অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা।

কোম্পানির ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার ও ট্রাস্টি হিসেবে কাজ করবে যথাক্রমে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স। উল্লেখ্য, সাউথইস্ট ব্যাংক ২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

শেয়ারবাজারনিউজ/ওহ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.