আজ: বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ইং, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৫ মার্চ ২০১৫, রবিবার |

kidarkar

সহিংস রাজনৈতিক পরিস্থিতি বেশিদিন থাকবে না

sheikh hasinaশেয়ারবাজার রিপো্র্ট: চলমান সংকটময় সহিংস রাজনৈতিক পরিস্থিতি বেশিদিন থাকবে না বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার আগারগাঁওয়ে বিসিসি ভবনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় পরিদর্শনকালে এ আশা প্রকাশ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, আশা করি এসব সমস্যা বেশিদিন থাকবে না। আমরা এসব সমস্যা থেকে উত্তরণ ঘটাতে পারবো। প্রতিটা ক্ষেত্রেই যথেষ্ঠ অগ্রগতি আমরা লাভ করছি। দুর্ভাগ্য, মাঝখানে কিছু সমস্যা হচ্ছে। তবে জ্বালাও-পোড়াও, মানুষ খুন করা, এসব কিছুটা সময়ের জন্য সমস্যা। এটা বেশিদিন থাকবে না।

দেশবাসীকে আরো সচেতন হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, দেশকে বাধা দেওয়ার অধিকার কারো নেই।

মন্ত্রণালয় পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ১৯টি ‘মোবাইল অ্যাপ্লিকেশন’ উদ্বোধন করেন ও বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট উন্মুক্ত করেন।

সারাদেশে ইউনিয়ন ডিজিটাল সেন্টার গড়ে তোলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল সেন্টার থেকে সাধারণ মানুষ তথ্য-প্রযুক্তির বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ায় জীবনযাত্রা আরো সহজ হয়েছে। ডিজিটাল সেন্টারের মাধ্যমে গ্রামে বসে প্রযুক্তি ব্যবহার করে আউটসোর্সিংয়ের মাধ্যমে আয়-উপার্জনের সুযোগের কথাও তুলে ধরেন তিনি।

এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ  সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ারবাজার/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.