আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৮ মার্চ ২০১৫, বুধবার |

kidarkar

৩ সিটির নির্বাচন ২৮ এপ্রিল

ec-শেয়ারবাজার রিপোর্ট:  আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে ঢাকা সিটি করপোরেশন (উত্তর ও দক্ষিণ) ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। আর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৮ মার্চ।

বুধবার দুপুরে নির্বাচন কমিশনের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে এ নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের জন্য বুধবার দুপুর ২টা ৪৫ মিনিটে বৈঠকে বসে নির্বাচন কমিশন (ইসি)।

বৈঠকের আগে নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানান, ‘আজকের এ বৈঠকেই চূড়ান্ত করা হবে এ তিন সিটি নির্বাচনের দিনক্ষণ। আজ এ বৈঠক শেষে ডিসিসি ও সিসিসি নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন।’

এর আগে সর্বশেষ ২০০২ সালের ২৫ এপ্রিল ডিসিসি নির্বাচন হয়েছিল। এর পর দীর্ঘ ৭ বছর সীমানা ও আইনি জটিলতার কারণে ডিসিসি নির্বাচন আটকে ছিল। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে সীমানা নির্ধারণের গেজেট ইসিতে পৌঁছলে নির্বাচন কমিশন ডিসিসি নির্বাচনের তোড়জোর শুরু করে।

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৬টি সাধারণ ও ১২টি সংরক্ষিত ওয়ার্ড আছে। এতে ভোটার আছে ২৩ লাখ ৪৯ হাজার ৩১৩ জন। আর দক্ষিণে ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে ভোটার সংখ্যা ১৮ লাখ ৭০ হাজার ৩৬৩ জন।

এছাড়া চট্টগ্রামে ৪১টি সাধারণ ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ১৮ লাখ ২২ হাজার ৮৯২ জন ভোটার আছে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.