আজ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ইং, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৯ মার্চ ২০১৫, বৃহস্পতিবার |

kidarkar

আপিল করবে বাংলাদেশ

mustafa-kamal-11শেয়ারবাজার ডেস্ক: বৃহস্পতিবার মেলবোর্নে কোর্য়াটার ফাইনালে বাংলাদেশের হার কিছুতেই মেনে নিতে পারছেন না টাইগার ভক্তরা। যেখানে আম্পায়ারদের চুরি ছিল লজ্জাজনক। কিছু বিতর্কিত সিদ্ধান্ত কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছে দুই আম্পায়ার পাকিস্তানের আলিম দার ও ইংল্যান্ডের ইয়ান গোল্ডকে।

তবে পিছু হটছে না বাংলাদেশ।আইসিসির সভাপতি আ হ ম মুস্তফা কামাল (এমপি) বলেছেন, এই ম্যাচের বিরুদ্ধে আপিল করবে তারা। প্রয়োজনে আইসিসির সভাপতির পদ থেকে সরে আসার সিদ্ধান্তও নিতে পারেন ।

বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে কয়েকটি ভুল সিদ্ধান্ত দিয়ে সমালোচিত হচ্ছেন দুই আম্পায়ার আলিম দার ও ইয়ান গোল্ড। ভারতের ইনিংসে রোহিত শর্মা আউট হয়ে যেতেন ৯০ রানেই। রুবেলের বলে তিনি ক্যাচ দেন ইমরুলের হাতে। তবে সবাইকে অবাক করে দিয়ে নো বল দেন ইয়ান গোল্ডে। এমনকি মাশরাফির বলে এলবিডব্লিউর শিকার হয়েছিলেন সুরেশ রায়না। আম্পায়ার নট আউট দেন। বাংলাদেশ রিভিউ চায়। সেখানে দেখা যায় বল নিচু হয়েই লেগ স্ট্যাম্পে আঘাত করত। কিন্তু কোন আম্পায়ার তাদের সিদ্ধান্ত বদলাননি।

বাংলাদেশ ইনিংসেও আম্পায়াররা হেঁটেছেন ভারতের পক্ষেই। মাহমুদুল্লাহর ক্যাচ সীমানার কাছাকাছি নিয়েছিলেন শিখর ধাওয়ান। যাতে মনে হয়েছিল তার পা স্পর্শ করেছে সাইডলাইন। কিন্তু রিপ্লেতে পরীক্ষা-নিরীক্ষা না করেই রিয়াদকে আউট দেন আম্পায়ার।

শেয়ারবাজার/রা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.