আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৫ সেপ্টেম্বর ২০১৬, রবিবার |

kidarkar

ইসলামী ব্যাংকের এই বিপুল শেয়ার কিনছে কারা

Islami bankশেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের দ্বিতীয় কার্য দিবসে (রোববার, ২৫ সেপ্টেম্বর) দেশের প্রধাণ শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আড়াই কোটি শেয়ার লেনদেন হয়। এর পাশাপাশি ডিএসই’তে কোম্পানিটির ২৩ লাখ ৫৬ হাজার শেয়ার লেনদেন হলেও অবিশ্বাস্য ভাবে সিএসই’তে লেনদেন হয়েছে ৮৭ লাখ ২৫ হাজার শেয়ার। ইসলামী ব্যাংকের ডিএসই’তে যে পরিমান শেয়ার লেনদেন হয়েছে সিএসই’তে লেনদেন হয়েছে তার ৩.৭০ গুন, যা অবিশ্বাস্য অনেকের কাছে।

হঠাৎ করে কোন ধরনের ঘোষণা ছাড়াই ডিএসই’র ব্লক মার্কেটে আড়াই কোটি এবং সিএসই’তে ৮৭ লাখ শেয়ার লেনদেনকে কারসাজির আশঙ্কা হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা। অন্যদিকে কোম্পানির পক্ষ থেকে বলা হচ্ছে, কোম্পানির কোন উদ্যোক্ত বা পরিচালক কোন ধরনের শেয়ার ক্রয় বা বিক্রয় করেনি। এর বাইরে কে শেয়ার ক্রয় বা বিক্রয় করেছে আমরা তা জানি না। তবে বিনিয়োগকারীদের প্রশ্ন, ইসলামী ব্যাংকের এই বিপুল পরিমান শেয়ার কারা ক্রয় বিক্রয় করছে?

ডিএসই’তে লেনদেনের শীর্ষে থাকা ইয়াকিন পলিমারের ইয়াকিন পলিমারের ৬১ লাখ ৪৬ হাজার ৯৫২টি শেয়ার ৭ হাজার ৩৬১ বার লেনদেন হয়েছে যার বাজার মূল্য ২৩ কোটি ৩৩ লাখ ৩০ হাজার টাকা।

ডিএসই’তে লেনদেনের শীর্ষে থাকা অন্যান্যের মধ্যে মবিল যমুনার শেয়ারে লেনদেন হয়েছে ১৫ কোটি ৮ লাখ ৫৩ হাজার টাকা, ইউনাইটেড পাওয়ারের ১৩ কোটি ৯১ লাখ ১৬ হাজার টাকা, জিএসপি ফাইন্যান্সের ১১ কোটি ২ লাখ ৩৭ হাজার টাকা, লংকা বাংলা ফাইন্যান্সের ১০ কোটি ৮০ লাখ ১৫ হাজার টাকা, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৮ কোটি ৬৫ লাখ ৮৫ হাজার টাকা, ন্যাশনাল ব্যাংকের ৮ কোটি ৬৪ লাখ ৮৭ হাজার টাকা, একমি ল্যাবের ৮ কোটি ৫৩ লাখ ৪০ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৮ কোটি ১১ লাখ ৪৯ হাজার টাকা, বিএসসি’র ৭ কোটি ৭৫ লাখ ৩৪ হাজার টাকা, শাহজিবাজার পাওয়ারের ৭ কোটি ৫১ লাখ ১ হাজার টাকা, ইসলামী ব্যাংকের ৭ কোটি ৩৭ লাখ ৮৩ হাজার টাকা, মোজাফফর হোসেন স্পিনিং মিলসের ৭ কোটি ২৩ লাখ ৭৬ হাজার টাকা, আইপিডিসি’র ৭ কোটি ২১ লাখ ৭৪ হাজার টাকা, সিএমসি কামালের ৭ কোটি ২০ লাখ ৪৯ হাজার টাকা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ৭ কোটি ১৭ লাখ ১১ হাজার টাকা, জিপিএইচ ইস্পাতের ৬ কোটি ৭২ লাখ ৩৬ হাজার টাকা, লাফার্জ সুরমা’র ৬ কোটি ৫৮ লাখ ৭ হাজার টাকা, বিডি থাইয়ের ৬ কোটি ২১ লাখ ২ হাজার টাকা এবং সিঙ্গার বাংলাদেশের শেয়ারে লেনদেন হয়েছে ৬ কোটি ১৯ লাখ ৪৪ হাজার টাকা।

অন্যদিকে, সিএসই’তে লেনদেনের শীর্ষে থাকা ইসলামী ব্যাংকের ৮৭ লাখ ১৫ হাজার ১৯৯টি শেয়ার লেনদেন হয়েছে যার বাজার মূল্য ২৫ কোটি ৩০ লাখ ৮৮ হাজার ৪৩৯ টাকা। এছাড়া, ইয়াকিন পলিমারের শেয়ারে লেনদেন হয়েছে ৩ কোটি ২০ লাখ ৬৯ হাজার টাকা, একমি ল্যাবের ১ কোটি ৪৬ লাখ ২০ হাজার টাকা, লংকা বাংলা ফাইন্যান্সের ১ কোটি ৪০ লাখ ৫৬ হাজার টাকা, জিপিএইচ ইস্পাতের ১ কোটি ১৯ লাখ ৯২ হাজার টাকা, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৭২ লাখ টাকা, লাফার্জ ‍সুরমা’র ৫৮ লাখ ৭১ হাজার টাকা, কেয়া কসমেটিক্সের ৫৫ লাখ ৯৭ হাজার টাকা, ফার কেমিক্যালের ৫১ লাখ ৮০ হাজার টাকা, ইউনাইটেড পাওয়ারের ৫০ লাখ ২৮ হাজার টাকা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ৫০ লাখ ২২ হাজার টাকা, কেডিএস এক্সেসরিজের ৪৯ লাখ ৭৭ হাজার টাকা, অলিম্পিক এক্সেসরিজের ৪৫ লাখ ২৬ হাজার টাকা, রিজেন্ট টেক্সটাইলের ৪২ লাখ ৯৫ হাজার টাকা, ন্যাশনাল ব্যাংকের ৩৯ লাখ ৭ হাজার টাকা, সাইফ পাওয়ারটেকের ৩৮ লাখ ৫০ হাজার টাকা, বিএসসি’র ৩৮ লাখ ৪৬ হাজার টাকা, ড্রাগন সোয়েটারের ৩৮ লাখ ২৮ হাজার টাকা, মবিল যমুনা’র ৩৭ লাখ ৯৯ হাজার টাকা এবং সিঙ্গার বাংলাদেশের শেয়ারে লেনদেন হয়েছে ৩৭ লাখ ৮০ হাজার টাকা।

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.