আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২১ মার্চ ২০১৫, শনিবার |

kidarkar

শাহরুখের বিরুদ্ধে এফআইআর

 

9376_1শেয়ারবাজার ডেস্ক: তিন বছর আগের ওয়াংখেড়ে বিতর্ক ফের তাড়া করল শাহরুখ খানকে৷ বলিউড বাদশার বিরুদ্ধে পুলিশকে এফআইআর দায়ের করার নির্দেশ দিল মহারাষ্ট্রের শিশু অধিকার কমিশন৷২০১২ সালের ১৬ মে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হোম টিম মুম্বাই ইন্ডিয়ানস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের শেষে নিরাপত্তারক্ষীদের সাথে তীব্র তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন নাইট রাইডার্সের মালিক শাহরুখ৷ সংবাদমাধ্যমে সেই ছবি প্রচারিত হওয়ার পর দেশ জুড়ে বিতর্কও হয়েছিল৷ শাহরুখ অসাংবিধানিক ভাষা ব্যবহার করেছিলেন বলে অভিযোগ ওঠে৷তিনি অবশ্য সে কথা স্বীকার করেননি৷ বরং দাবি করেছিলেন, তার সাথে মাঠে যাওয়া বাচ্চাদের নিরাপত্তারক্ষীরা ধাক্কা মারাতেই তিনি তার প্রতিবাদ করেছিলেন৷সেই ঘটনায় শাহরুখের বিরুদ্ধে শিশু অধিকার লঙ্ঘনের অভিযোগ করেন সমাজকর্মী অমিত মারু৷ সেই
অভিযোগের ভিত্তিতে মহারাষ্ট্রের শিশু অধিকার রক্ষা কমিশন পুলিশকে মামলা দায়ের করার নির্দেশদিয়েছে৷কমিশনের বক্তব্য, ওই দিন তার সাথে যে সব কচিকাঁচারা মাঠে গিয়েছিল, তাদের দেখাশোনার দায়িত্ব ছিল শাহরুখেরই৷ তাদের সামনে অসাংবিধানিক ভাষা ব্যবহার করে শিশু অধিকার লঙ্ঘন করেছেন কিং খান৷ কারণ এ ধরনের ভাষার ব্যবহার শিশুমনে চাপ তৈরি করে এবং তাদের মানসিক ক্ষতির কারণ হতে পারে৷ সেই কারণেই কমিশনের সচিব এ এন ত্রিপাঠী পুলিশকে বলেছেন, ভারতীয় দণ্ডবিধি এবং জুভেনাইল জাস্টিস অ্যাক্ট অনুযায়ী শাহরুখের বিরুদ্ধে মামলা করতে হবে৷শুধু তাই নয়, ঘটনার সময়েই কেন এ বিষয় অভিযোগ দায়ের করা হয়নি, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট
পুলিশকর্মীদের বিরুদ্ধে তদন্ত করারও সুপারিশ করেছে কমিশন।

শেয়ারবাজার/রি

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.