আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৩ অক্টোবর ২০১৬, বৃহস্পতিবার |

kidarkar

একীভূত হওয়ার পরই পুঁজিবাজারে আসছে রবি

robi-axiataশেয়ারবাজার ডেস্ক: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা করছে মোবাইল ফোন সেবাদাতা কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। মঙ্গলবার মালয়েশিয়ায় শুরু হওয়া এক সম্মেলনে এ পরিকল্পনার কথা জানান আজিয়াটা গ্রুপের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) চ্যারি টিভিটি।

জানা যায়, কুয়ালালামপুরের একটি হোটেলে ‘রিজিওনাল মিডিয়া সামিট’ শিরোনামে আজিয়াটার তিন দিনের এ সম্মেলনে মালয়েশিয়াসহ ছয়টি দেশের আমন্ত্রিত সাংবাদিকরা অংশ গ্রহণ করেন। এতে সিএফও চ্যারি টিভিটি বলেন, ‘চলতি বছরে রবি-এয়ারটেল একীভূত হওয়ার প্রক্রিয়া শেষ হবে। এরপরই আইপিওতে শেয়ার ছাড়ার পরিকল্পনা রয়েছে। আশা করি এবছরই পুঁজিবাজারে আসতে পারব।’

মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপের মালিকানায় থাকা রবি ও ভারতীয় এয়ারটেলের মালিকানায় থাকা এয়ারটেলের একীভূত হওয়ার প্রস্তাব ইতোমধ্যে বাংলাদেশের হাইকোর্টের অনুমোদন পেয়েছে। এখন কোনো জটিলতা না থাকলে বিটিআরসি এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেবে।

আজিয়াটা বাংলাদেশের পাশাপাশি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, ভারত ও সিঙ্গাপুরে ব্যবসা করছে।

তথ্য অনুযায়ী, চলতি বছরে প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকের বরির রাজস্ব বেড়েছে ১ হাজার ২৪০ কোটি টাকা। আর ২০১৬ সালের রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে ৩১০ কোটি টাকা। গত বছর রবির পরিশোধিত মূলধন ছিল ৩ হাজার ৫৩৫ কোটি টাকা। আর এয়ারটেলের ৪ হাজার ৫৯৮ কোটি টাকা। চলতি বছর প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে রবির রাজস্ব বেড়েছে ৫ দশমিক ১ শতাংশ, যা টাকার অংকে ১ হাজার ২৪০ কোটি টাকা।

শেয়ারবাজারনিউজ/মু

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.