শেয়ারবাজার ডেস্ক: ১৯ মার্চ বাংলাদেশ বনাম ভারত দলের খেলায় ভারতকে সমর্থন করেন জয়া আহসান। এতে ভক্তদের তোপের মুখে পরেছেন তিনি।বিশ্বকাপ ক্রিকেট খেলার সেমিফাইনালে ভারতীয় দলের সমর্থন করবেন এ অভিনেত্রী। গত ১৯ মার্চ কোয়ার্টার ফাইনাল খেলা নিয়ে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এমটাই জানিয়েছেন এই অভিনেত্রী।
ওই গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘কোয়ার্টার ফাইনাল খেলায় বাংলাদেশ জিতলে খুশি হতাম। তবে বাংলাদেশ হেরে যাওয়াতে আমি ভেঙে পড়িনি। পাশাপাশি ভারতের দলটিও আমার প্রিয়। ফলে সেমিফাইনালে আমি তাদের সমর্থন করব।’ জয়ার এমন মন্তব্যেই ক্ষেপেছেন ভক্তরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ভক্তরা বিরুপ মন্তব্য করেছেন। অনেকেই বলেছেন, কলকাতার চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে দেশের স্বার্থ বিসর্জন দিতে বসেছেন তিনি।
জয়া এখন সৃজিত মুখোপাধ্যায়ের রাজকাহিনী চলচ্চিত্রের কাজে কলকাতায় অবস্থান করছেন।
শেয়ারবাজার/রা