আজ: মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ইং, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

৩১ মার্চ ২০১৫, মঙ্গলবার |

kidarkar

ইউসিবিএলের বন্ডে শেয়ার হোল্ডারদের সম্মতি

UCBL-agmশেয়ারবাজার রিপোর্ট:  ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল)। বন্ডটির নাম হবে ‘ইউসিবিএল সেকেন্ড সাব-অর্ডিনেটেড বন্ড’।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি মিলনায়তনে মঙ্গলবার কোম্পানিটির ৩২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। আর এতে বন্ড সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা।

এজিএমে ৩১ ডিসেম্বর ২০১৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষা প্রতিবেদন এবং ঘোষিত ৩০ শতাংশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সর্বসম্মতিকৃমে অনুমোদন করা হয়।

অনুষ্ঠানে ইউসিবিএলের চেয়ারম্যান এমএ হাশেম বলেন, বহুমুখী চ্যালেঞ্জ আর অনিশ্চয়তা নিয়ে আমরা ২০১৪ সাল শুরু করেছিলাম। তবে অনেক সাফল্য নিয়ে তা শেষ করা সম্ভব হয়েছে। এ কারণে আমরা শেয়ারহোল্ডারদেরকে একটা ভালো লভ্যাংশ দিতে পেরেছি। ইতোমধ্যে ইউসিবিএল দেশের মধ্যে একটি সেরা ব্যাংক হিসাবে পরিচিতি পেয়েছে। তবে আমরা এখানেই থেমে থাকতে চাই না। আমরা ব্যাংকটিকে আন্তর্জাতিক ব্যাংকের মানে নিতে চাই। সেবার ক্ষেত্রে আমরা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হতে চাই।

এজিএমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, ৩২তম এজিএম অনুষ্ঠানে একটা ভালো ব্যালেন্সশীট নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। আপনাদের সবার সহযোগিতার কারণে আজ ইউসিবিএল একটা শক্ত ভিত্তির ওপরে প্রতিষ্ঠিত হয়েছে। করপোরেট গভার্নেন্সের যতটা উপাদান রয়েছে; ইউসিবিএল তা যথাযথভাবে পালন করতে পেরেছে। সবার প্রচেষ্টায় আগামীতে এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান এমএ হাশেমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শরীফ জহির, নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান এটিএম জহিরুল ইসলাম, ঝুঁকি ব্যাবস্থাপন কমিটির চেয়ারম্যান এমএ সবুর, পরিচালক মো. জাহাঙ্গীর আলম খান, ইউনুস আহমেদ, এমএ কালাম, আব্দুল গাফ্ফার চৌধুরী, সাব্বির আহমেদ, আরিফুজ্জামান চৌধুরী, সুলতানা রিজিয়া বেগম, রুখমিলা জামান, নূরুল ইসলাম চৌধুরী, কোম্পানি সেক্রেটারি এটিএম তাওহীদুজ্জামানসহ ব্যাংকের কর্মকর্তারা।

শেয়ারবাজার/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.