আজ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ইং, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০১ এপ্রিল ২০১৫, বুধবার |

kidarkar

উভয় বাজারে কমেছে সূচক ও লেনদেন

price...dawnশেয়ারবাজার রিপোর্ট: ডিভিডেন্ডের মৌসুমেও পুঁজিবাজারে চলছে মন্দা। এ মন্দা পরিস্থিতে কমছে বেশীরভাগ কোম্পানির শেয়ার দর। দরপতনের গ্রাঁস থেকে কিছুতেই যেন মুক্তি মিলছে না। এখন অবস্থাটা এমন হয়েছে যে, এক-পা এগোয় তো তিন পা পিছিয়ে যায় বাজার। অর্থাৎ সূচক একদিন বাড়ে তো তিন দিন কমে। যতটুকু সূচক বাড়ছে তার চেয়ে বেশি কমে যায়। এমন পরিস্থিতিতে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের উভয় শেয়ারবাজারে সূচকের পতনে শেষ হয় লেনদেন। দিনভর মিশ্র প্রবণতা থাকলেও শেষ হয় নিম্মমুখী প্রবণতায়। বুধবার সূচকের পাশাপাশি কমেছে বেশীরভাগ কোম্পানি শেয়ার দর। আর টাকার অংকেও উভয় বাজারে কমেছে লেনদেন। চলমান দর পতনের ধারা অব্যাহত থাকলে দেশের পুঁজিবাজার আবারও রাহুরগ্রাঁসে যাবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫১৩ পয়েন্টে। দিনভর ডিএসইতে মোট ৩০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৫১টির আর অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ার দর। যা টাকার অংকে লেনদেন হয়েছে ৩৫৯ কোটি ৭১ লাখ ৮৮ হাজার টাকা।

এর আগে মঙ্গলবার ডিএসইতে ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৫৩০ পয়েন্টে। ওই দিন লেনদেন হয়েছিল ৪৫২ কোটি ৭২ লাখ ২৭ হাজার টাকা। সে হিসেবে বুধবার ডিএসইতে লেনদেন কমেছে ৯৩ কোটি ৩৯ হাজার টাকা বা ২০.৫৪ শতাংশ।

এদিকে দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৪০৫ পয়েন্টে। দিনভর সিএসইতে মোট ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ১৩৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার দর। যা টাকার অংকে লেনদেন হয়েছে ২৬ কোটি ১৮ লাখ ৪৪ হাজার টাকা।

এর আগে সোমবার সিএসই’র সিএসইএক্স অবস্থান করে ৮৪৩৪ পয়েন্ট। ওই দিন লেনদেন সিএসইতে লেনদেন হয়েছিল ৪৪ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার টাকা। সে হিসেবে আজ সিএসইতে লেনদেন কমেছে ১৮ কোটি ৮১ লাখ ৪২ হাজার টাকা বা ৪১.৮১ শতাংশ।

শেয়ারবাজার/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.