আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৩ জানুয়ারী ২০১৭, মঙ্গলবার |

kidarkar

চাপ সামলালো ৩ খাত

bazarশেয়ারবাজার রিপোর্ট: কয়েক দিনের ধারবাহিক উত্থানের পর আজ লেনদেনের শুরুতে বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেয়ার ঝোঁক বিরাজ করে। শুরুতে অন্যান্য সকল খাতে বিক্রির চাপ থাকলেও শেষ ভাগে জ্বালানী ও বিদ্যুৎ, ওষুধ ও রসায়ন এবং চামড়া খাতে বিনিয়োগকারীদের ব্যপক আগ্রহ দেখা যায়। বাজারে অন্য খাত গুলোর বেশির ভাগ কোম্পানির শেয়ার দর কমলেও এ তিন খাতে উল্ট চিত্র লক্ষ্য করা যায়। তাই শেষ দিকে বাজারে ক্রয় চাপ বেড়ে যায়। পরিণতিতে সূচকে উত্থান ঘটেছে।

বিশ্লেকদের অভিমত, এই কারেকশন ও লেনদেনর স্বাভাবিক বৃদ্ধি বাজারের জন্য শুভ ইঙ্গিত। কেননা টানা পতন কিংবা টানা উত্থান কোনোটাই বাজারের জন্য ইতিবাচক নয়। আর বাজারে এমন ধারা বিদ্যমান থাকলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীদেরও আস্থা ফিরে আসবে।

দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫১৩৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২১৩ পয়েন্টে এবং ডিএসই সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫২৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৭ কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১৬৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ১ হাজার ৩৯১ কোটি ৯ লাখ ৫৮ হাজার  টাকা।

এর আগে সোমবার ডিএসইর ব্রড ইনডেক্স ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫১১৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১২০৯ পয়েন্টে এবং ডিএসই সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৮৪১ পয়েন্টে। ওই দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪৪৮ কোটি ১৫ লাক ৩৪ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ৫৭ কোটি ৫ লাখ ৮০ হাজার টাকা।

দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৫৭৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬৩টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির। আজ সিএসইতে মোট লেনদেন হয়েছে ৮৩ কোটি ৯০ লাখ ২১ হাজার টাকা।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.