আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৪ জানুয়ারী ২০১৭, বুধবার |

kidarkar

আগ্রহের তালিকায় সরকারি কোম্পানি

dseশেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের তালিকাভুক্ত সরকারি কোম্পানির শেয়ারগুলো যেন এখন সুদিন পার করছে। প্রতিদিনই কোম্পানিগুলোর শেয়ার দর হুঁ হুঁ করে বাড়ছে। যার পরিপেক্ষিতে কোন না কোন কোম্পানির শেয়ার দর বাড়ার শীর্ষ তালিকায় থাকছে। সদ্য সমাপ্ত হওয়া ২০১৬ সালের শেষ দিক থেকে চলতি বছরের শুরু পর্যন্ত সরকারি কোম্পানিগুলোর লেনদেনের চিত্রে এ তথ্য ফুটে উঠেছে।

দর বৃদ্ধির ধারায় থাকা কোম্পানিগুলো হলো- ইস্টার্ন লুব্রিকেন্টস, ইস্টার্ন কেবলস, এটলাস বাংলাদেশ, বাংলাদেশ সাবমেরিন কেবলস, বাংলাদেশ শিপিং করেপোরেশন (বিএসসি), ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা অয়েল, পাওয়ার গ্রিড, রেনউইক যজ্ঞেশ্বর, ন্যাশনাল টিউবস, তিতাস গ্যাস, উসমানিয়া গ্লাস এবং ঢাকা ইলেট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)।

বর্তমান বাজার পরিস্থিতি স্থিতিশীলতা থাকায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সঞ্চার হচ্ছে। ধারাবাহিক উত্থানের কারণে দেশের শেয়ারবাজার অনেকটাই বিনিয়োগ উপযোগী হয়ে উঠেছে। আর তাই ভবিষ্যৎ আস্থার কথা চিন্তা করে সরকারী কোম্পানিরগুলোকে বেচে নিচ্ছে বিনিয়োগকারীরা। আর এ কারণে সরকারী কোম্পানিগুলোর শেয়ার দর বৃদ্ধি পাচ্ছে বলে জানান বাজার সংশ্লিষ্টরা।

ইস্টার্ন লুব্রিকেন্টস: গত ১৩ কার্যদিবস যাবত ধরে এ কোম্পানির শেয়ার দরে চাঙ্গাভাব দেখা দিয়েছে। গত ১৮ ডিসেম্বর এ কোম্পানির শেয়ার দর ছিল ১০১৪ টাকা। যা ৪ ডিসেম্বর বেড়ে দাড়ায় ১২৯০.২০ টাকায়। সে হিসেবে কোম্পানির শেয়ার দর বেড়েছে ২৭৬.২০ টাকা বা ২৭.২৩ শতাংশ।

ইস্টার্ন কেবলস: গত ৫ কার্যদিবস যাবত টানা বাড়ছে এ কোম্পানির শেয়ার দর। গত ২৯ ডিসেম্বর এ কোম্পানির শেয়ার দর ছিল ১৩৭.৭০ টাকা। যা ৪ ডিসেম্বর বেড়ে দাড়ায় ১৪৬.৫০ টাকায়। সে হিসেবে কোম্পানির শেয়ার দর বেড়েছে ৮.৯০ টাকা বা ৬.৪৬ শতাংশ।

এটলাস বাংলাদেশ: গত ৯ কার্যদিবস যাবত ধরে এ কোম্পানির শেয়ার দরে চাঙ্গাভাব দেখা দিয়েছে। গত ২১ ডিসেম্বর এ কোম্পানির শেয়ার দর ছিল ১০৬.৮০ টাকা। যা ৪ ডিসেম্বর বেড়ে দাড়ায় ১১৫ টাকায়। সে হিসেবে কোম্পানির শেয়ার দর বেড়েছে ৮.২০ টাকা বা ৭.৬৭ শতাংশ।

বাংলাদেশ সাবমেরিন কেবলস: গত ৯ কার্যদিবস যাবত ধরে এ কোম্পানির শেয়ার দরে চাঙ্গাভাব দেখা দিয়েছে। গত ২১ ডিসেম্বর এ কোম্পানির শেয়ার দর ছিল ১১৪.৬০ টাকা। যা ৪ ডিসেম্বর বেড়ে দাড়ায় ১২১.২০ টাকায়। সে হিসেবে কোম্পানির শেয়ার দর বেড়েছে ৬.৬০ টাকা বা ৫.৭৫ শতাংশ।

বিএসসি: গত ৯ কার্যদিবস যাবত ধরে এ কোম্পানির শেয়ার দরে চাঙ্গাভাব দেখা দিয়েছে। গত ২১ ডিসেম্বর এ কোম্পানির শেয়ার দর ছিল ৪৩৯.২০ টাকা। যা ৪ ডিসেম্বর বেড়ে দাড়ায় ৫০৩ টাকায়। সে হিসেবে কোম্পানির শেয়ার দর বেড়েছে ৬৩.৪০ টাকা বা ১৪.৫২ শতাংশ।

আইসিবি: গত ৯ কার্যদিবস যাবত ধরে এ কোম্পানির শেয়ার দরে চাঙ্গাভাব দেখা দিয়েছে। গত ২১ ডিসেম্বর এ কোম্পানির শেয়ার দর ছিল ৯৯ টাকা। যা ৪ ডিসেম্বর বেড়ে দাড়ায় ১১৬.৭০ টাকায়। সে হিসেবে কোম্পানির শেয়ার দর ১৭.৭০ টাকা বা ১৭.৮৭ শতাংশ।

যমুনা অয়েল: গত ৭ কার্যদিবস যাবত ধরে এ কোম্পানির শেয়ার দরে চাঙ্গাভাব দেখা দিয়েছে। গত ২৬ ডিসেম্বর এ কোম্পানির শেয়ার দর ছিল ১৭৯.১০ টাকা। যা ৪ ডিসেম্বর বেড়ে দাড়ায় ১৮৯.৮০ টাকায়। সে হিসেবে কোম্পানির শেয়ার দর বেড়েছে ১০.৭০ টাকা বা ৫.৯৭ শতাংশ।

মেঘনা পেট্রোলিয়াম: গত ৭ কার্যদিবস যাবত ধরে এ কোম্পানির শেয়ার দরে চাঙ্গাভাব দেখা দিয়েছে। গত ২৬ ডিসেম্বর এ কোম্পানির শেয়ার দর ছিল ১৬৮.১০ টাকা। যা ৪ ডিসেম্বর বেড়ে দাড়ায় ১৭৭.১০ টাকায়। সে হিসেবে কোম্পানির শেয়ার দর বেড়েছ ৯ টাকা বা ৫.৩৫ শতাংশ।

পদ্মা অয়েল: গত ৭ কার্যদিবস যাবত ধরে এ কোম্পানির শেয়ার দরে চাঙ্গাভাব দেখা দিয়েছে। গত ২৬ ডিসেম্বর এ কোম্পানির শেয়ার দর ছিল ১৭৮.৭০ টাকা। যা ৪ ডিসেম্বর বেড়ে দাড়ায় ১৮৫.৯০ টাকায়। সে হিসেবে কোম্পানির শেয়ার দর বেড়েছে ৭.২০ টাকা বা ৪.০২ শতাংশ।

পাওয়ার গ্রিড: গত ৭ কার্যদিবস যাবত ধরে এ কোম্পানির শেয়ার দরে চাঙ্গাভাব দেখা দিয়েছে। গত ২৬ ডিসেম্বর এ কোম্পানির শেয়ার দর ছিল ৫৩.২০ টাকা। যা ৪ ডিসেম্বর বেড়ে দাড়ায় ৫৭.৪০ টাকায়। সে হিসেবে কোম্পানির শেয়ার দর বেড়েছে ৪.২০ টাকা বা ৭.৮৯ শতাংশ।

রেনউইক যজ্ঞেশ্বর: গত ৫ কার্যদিবস যাবত ধরে এ কোম্পানির শেয়ার দরে চাঙ্গাভাব দেখা দিয়েছে। গত ২৯ ডিসেম্বর এ কোম্পানির শেয়ার দর ছিল ৬২৪.৩০ টাকা। যা ৪ ডিসেম্বর বেড়ে দাড়ায় ৬৫২.৮০ টাকায়। সে হিসেবে কোম্পানির শেয়ার দর বেড়েছে ২৮.৫০ টাকা বা ৪.৫৬ শতাংশ।

ন্যাশনাল টিউবস: গত ৫ কার্যদিবস যাবত ধরে এ কোম্পানির শেয়ার দরে চাঙ্গাভাব দেখা দিয়েছে। গত ২৯ ডিসেম্বর এ কোম্পানির শেয়ার দর ছিল ১২৬.২০ টাকা। যা ৪ ডিসেম্বর বেড়ে দাড়ায় ১৪১ টাকায়। সে হিসেবে কোম্পানির শেয়ার দর বেড়েছে ১৪.৮০ টাকা বা ১১.৭২ শতাংশ।

তিতাস গ্যাস: গত ৮ কার্যদিবস যাবত ধরে এ কোম্পানির শেয়ার দরে চাঙ্গাভাব দেখা দিয়েছে। গত ২৬ ডিসেম্বর এ কোম্পানির শেয়ার দর ছিল ৪৭ টাকা। যা ৪ ডিসেম্বর বেড়ে দাড়ায় ৫০.৯০ টাকায়। সে হিসেবে কোম্পানির শেয়ার দর বেড়েছে ৩.৯০ টাকা বা ৭.৬৬ শতাংশ।

উসমানিয়া গ্লাস: গত ৫ কার্যদিবস যাবত ধরে এ কোম্পানির শেয়ার দরে চাঙ্গাভাব দেখা দিয়েছে। গত ২৯ ডিসেম্বর এ কোম্পানির শেয়ার দর ছিল ৮৫.৬০ টাকা। যা ৪ ডিসেম্বর বেড়ে দাড়ায় ৯৩ টাকায়। সে হিসেবে কোম্পানির শেয়ার দর বেড়েছে ৭.৪০ টাকা বা ৮.৬৪ শতাংশ।

ডেসকো: গত ৫ কার্যদিবস যাবত ধরে এ কোম্পানির শেয়ার দরে চাঙ্গাভাব দেখা দিয়েছে। গত ২৯ ডিসেম্বর এ কোম্পানির শেয়ার দর ছিল ৪৬.৩০ টাকা। যা ৪ ডিসেম্বর বেড়ে দাড়ায় ৫২.৬০ টাকায়। সে হিসেবে কোম্পানির শেয়ার দর বেড়েছে ৬.৩০ টাকা বা ১৩.৬০ শতাংশ।

এছাড়াও গত দুই মাস ধরে সরকারী অন্যান্য কোম্পানিগুলোর শেয়ার দরও উল্লেখ্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

শেয়ারবাজারনিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.