আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৬ জানুয়ারী ২০১৭, শুক্রবার |

kidarkar

প্রথম টি-টোয়েন্টি দলটিই বহাল রাখাছে বিসিবি

newzilandশেয়ারবাজার ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দুই টি টুয়েন্টি ম্যাচে অপরিবর্তিত রয়েছে বাংলাদেশ দল। প্রথম টি-টোয়েন্টি খেলা দলটিই বহাল রাখা হয়েছে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) পক্ষ থেকে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

তিন ম্যাচ সিরিজে নেপিয়ারে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হারে বাংলাদেশ। ওই ম্যাচটি হারলেও সিরিজে পরের দু’টি-টোয়েন্টিতেও দল অপরিবর্তিত রেখেছে বিসিবি। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এই স্কোয়াডেও সুযোগ হয়নি উইকেটরক্ষক মুশফিকুর রহিমের। তাই উইকেটের পেছনে দায়িত্ব পালন করবেন যথারীতি নুরুল হাসান সোহান।

দ্বিতীয় ও তৃতীয় টি টোয়েন্টির বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শুভাগত হোম, শুভাশিস রয় ও তাইজুল ইসলাম।

উল্লেখ্য, নিউজিল্যান্ডে মাউন্ট মঙ্গানুই’তে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ দুই টি-২০ ম্যাচ। দু’টি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮টায়। টি-২০ সিরিজের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলো বাংলাদেশ।

শেয়ারবাজারনিউজ/সো

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.