আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ জানুয়ারী ২০১৭, শনিবার |

kidarkar

আগামীকাল বিএসইসি’র ভবন ও ফিন্যান্সিয়াল লিটারেসির উদ্বোধন: যা থাকছে অনুষ্ঠান সূচিতে

bsec-bhabanশেয়ারবাজার রিপোর্ট: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনির্মিত ভবন ও দেশব্যাপী ফিন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রম আগামীকাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ৮ জানুয়ারি সকাল পৌনে ১০টায় অনুষ্ঠান শুরু হবে

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বিএসইসি চেয়ারম্যান . এম খায়রুল হোসেন, ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান

জানা যায়, সকাল সাড়ে ১০টায় প্রধমে প্রধানমন্ত্রী বিএসইসি’র আগারগাঁও নবনির্মিত সিকিউরিটজ কমিশন ভবন শুভ উদ্বোধন করবেন। এরপর ১০টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের দিকে যাবে প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১১টা ৫৫ মিনিটে বক্তব্য দিবেন প্রধাণমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে ১১টা ১৫ মিনিটে স্বাগত বক্তব্য দিবেন বিএসইসি’র চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন। এরপর সাড়ে ১১টায় বক্তব্য রাখবেন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান এরপর দুপুর ১১ টা ৪০ মিনিটে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন পুঁজিবাজার সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের কর্মকর্তাকর্মচারী এবং অনেক বিনিয়োগকারী

উল্লেখ্য, শের বাংলা নগরে প্লটের শূন্য দশমিক ৩৩ একর জমিতে (আগারগাঁও) বিএসইসির নিজস্ব ভবন নির্মাণের জন্য ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) অনুমোদন দেয় সরকার। ভবনটির প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৪৪ কোটি ৫৩ লাখ হাজার টাকা

এদিকে দেশের পুঁজিবাজারে বর্তমানে প্রায় ৩০ লাখ বিনিয়োকারী রয়েছেন, যার অধিকাংশই ক্ষুদ্র বিনিয়োগকারী। এসব ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রায় সকলেরই বিনিয়োগ শিক্ষা না থাকায় অন্ধকারে ঢিল ছোড়ার মত বিনিয়োগ করে থাকেন। আর এই সমস্যা থেকে উত্তোরণে বিনিয়োকারীদের শিক্ষিত করতে ফাইন্যান্সিয়াল লিটারেসি নামে একটি কার্যক্রম হাতে নিয়েছে এ খাতের নিয়ন্ত্রক সংস্থা।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কার্যক্রমটি এগিয়ে নিতে ইতিমধ্যে স্টিয়ারিং কমিটি ও টেকনিক্যাল কমিটি নামক দুইটি কমিটি গঠন করেছে। এর মধ্যে স্টিয়ারিং কমিটি বিনিয়োগ শিক্ষা কার্যক্রম এর সার্বিক নীতি নির্ধারণ, বাস্তবায়ন ও অগ্রগতি তত্ত্বাবধান এবং এই কার্যক্রম দেশব্যাপী বিস্তারে নেতৃত্ব প্রদান করবে। এর কমিটিতে বিএসইসি’র চেয়ারম্যানের নেতৃত্বে ১০ সদ্যদের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন-

১. চেয়ারম্যান, বিএসইসি, আহবায়ক; ২। কমিশনার-১, বিএসইসি, সদস্য; ৩। কমিশনার-২, বিএসইসি, সদস্য; ৪। কমিশনার-৩, বিএসইসি, সদস্য; ৫। কমিশনার-৪, বিএসইসি, সদস্য; ৬। চেয়ারম্যান, ডিএসই, সদস্য; ৭। চেয়ারম্যান, সিএসই, সদস্য; ৮। চেয়ারম্যান, সিডিবিএল, সদস্য; ৯। প্রেসিডেন্ট, বিএপিএলসি, সদস্য; ১০। মোঃ সাইফুর রহমান, নির্বাহী পরিচালক, বিএসইসি, সদস্য সচিব।

অন্যদিকে, স্টিয়ারিং কমিটির তত্ত্বাবধানে কাজ করার জন্য একটি বিশেষায়িত কমিটি হিসাবে টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। সারাদেশে বিনিয়োগ শিক্ষা কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মসূচী, প্রকল্প, কার্যপদ্ধতি, গবেষণা, টার্গেট গ্রুপ নির্ণয়, কৌশল ও উপকরণ প্রণয়ন, ওয়ার্কিং গ্রুপ গঠন এবং এ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য জনবল নিয়োগসহ তাদেরকে প্রশিক্ষিত করার জন্য টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। ১৬ সদস্যের এই টেকনিক্যাল কমিটিতে রয়েছে:

১। মোঃ মাহবুবুল আলম, নির্বাহী পরিচালক, বিএসইসি, আহবায়ক; ২। রিপন কুমার দেবনাথ, পরিচালক, বিএসইসি, সদস্য; ৩। মোঃ আবুল কালাম, পরিচালক, বিএসইসি, সদস্য; ৪। মিসেস ফারহানা ফারুকী, পরিচালক, বিএসইসি, সদস্য; ৫। ব্যবস্থাপনা পরিচালক, ডিএসই, সদস্য; ৬। ব্যবস্থাপনা পরিচালক, সিএসই, সদস্য; ৭। ব্যবস্থাপনা পরিচালক, সিডিবিএল, সদস্য; ৮। প্রেসিডেন্ট/সেক্রেটারী, ডিএসই ব্রোকার ডিলার এসোসিয়েশন, সদস্য; ৯। প্রেসিডেন্ট/সেক্রেটারী, আইসিএবি, সদস্য;

১০। প্রেসিডেন্ট/সেক্রেটারী, আইসিএমএবি, সদস্য; ১১। প্রেসিডেন্ট/সেক্রেটারী, আইসিএসবি, সদস্য; ১২। প্রেসিডেন্ট/সেক্রেটারী, সিএফএ সোসাইটি, বাংলাদেশ, সদস্য; ১৩। প্রেসিডেন্ট, বিএমবিএ, সদস্য; ১৪। প্রেসিডেন্ট, এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানীজ এন্ড মিচ্যুয়াল ফান্ড এসোসিয়েশন, সদস্য; ১৫। এক্সিউটিভ প্রেসিডেন্ট, বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট; ১৬। মোঃ ওহিদুল ইসলাম, উপ-পরিচালক, বিএসইসি, সদস্য-সচিব।

শেয়াবাজার নিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.