আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৬ এপ্রিল ২০১৫, সোমবার |

kidarkar

বৃহষ্পতিবার উভয় স্টক এক্সচেঞ্জের সাথে বসবে এনবিআর

DSE-CSEশেয়ারবাজার রিপোর্ট: আগামি ৯ এপ্রিল বৃহষ্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) সাথে প্রাক বাজেট বৈঠক করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৈঠকে পুঁজিবাজারে কালোটাকা বিনিয়োগ নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

২০১৫-২০১৬ অর্থবছরের শুল্ক ও কর সংক্রান্ত জাতীয় বাজেট প্রণয়নের লক্ষ্যে প্রাক বাজেট বৈঠকে ডিএসই ও সিএসই ছাড়া দেশের অন্য আর্থিক প্রতিষ্ঠান (ব্যাংক, বীমা, লীজিং ও মার্চেন্ট ব্যাংক) এবং এসএমই ফাউন্ডেশনের প্রতিনিধিরাও ওই বৈঠকে অংশ নেবেন।

এনবিআর এর প্রধান বাজেট সমন্বয়কারী মো: আবদুছ সামাদ আল আজাদ শেয়ারবাজার নিউজ ডট কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে মূলধনী মুনাফা কর (ক্যাপিটাল গেইন ট্যাক্স) প্রত্যাহার, ডিভিডেন্ডের ওপর ধার্যকৃত ট্যাক্স প্রত্যাহার, মার্চেন্ট ব্যাংক ও স্টক ব্রোকারের কর্পোরেট ট্যাক্স হার কমানোসহ পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে বিশেষ সুবিধা নির্ধারণ বিষয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

শেয়ারবাজারনিউজ/তু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.