আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০২ ফেব্রুয়ারী ২০১৭, বৃহস্পতিবার |

kidarkar

৫ খাতে শতভাগ কোম্পানির দর পতন

dseশেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের শেষ কার্যদিবসে (২ ফেব্রুয়ারী) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫ খাতে শতভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। খাত গুলো হল: সিমেন্ট, আর্থিক, বিদ্যুৎ ও জ্বালানী, আইটি এবং সেবা ও আবাসন। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

সিমেন্ট খাতে থাকা ৭টি কোম্পানির মধ্যে সবচেয় বেশি দর কমেছে কনফিডেন্স সিমেন্টের। আজ এ কোম্পানির দর কমেছে ৩.৩০ টাকা। এছাড়া আরামিট সিমেন্টের দর কমেছে ০.৮০ টাকা, হাইডেলবার্গ সিমেন্টের ২.৪০ টাকা, লাফার্জ সুরমার ০.৮০ টাকা, মেঘনা সিমেন্টের ২.৭০ টাকা, এমআই সিমেন্টের ০.১০ টাকা এবং প্রিমিয়ার সিমেন্টের কমেছে ৩.২০ টাকা।

আর্থিক খাতে থাকা ২৩টি কোম্পানির মধ্যে সবচেয় বেশি দর কমেছে লংঙ্কাবাংলা ফাইন্যান্সের। আজ এ কোম্পানির দর কমেছে ৩.৯০ টাকা। এছাড়া বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ার দর কমেছে ১.৪০ টাকা, বিডি ফাইন্যান্সের ০.৪০ টাকা, বিআইএফসি’র ০.৫০ টাকা, ডেল্টা ব্রাক হাউজিংয়ের ১.৯০ টাকা, ফারইস্ট ফাইন্যান্সের ০.৬০ টাকা, ফাস ফাইন্যান্সের ০.৪০ টাকা, ফার্স্ট ফাইন্যান্সের ০.৬০ টাকা, জিএসপি ফাইন্যান্সের ১.২০ টাকা, আইসিবি’র ২ টাকা, আইডিএল ফাইন্যান্সের ২.৪০ টাকা,  ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সিস্টেমের ০.৪০ টাকা, আইপিডিসি ফাইন্যান্সের ১.২০ টাকা, ইসলামী ফাইন্যান্সের ০.৯০ টাকা, মাইডাস ফাইন্যান্সের ০.৪০ টাকা, ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্সের ০.৯০ টাকা, ফিনিক্স ফাইন্যান্সের ১.৫০ টাকা, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সের ০.২০ টাকা, প্রিমিয়াম লিজিংয়ের ০.৫০ টাকা, প্রাইম ফাইন্যান্সের ০.৪০ টাকা, ইউনিয়ন ক্যাপিটালের ১.১০ টাকা, ইউনাইটেড ফাইন্যান্সের ১ টাকা এবং উত্তরা ফাইন্যান্সের ০.৯০ টাকা শেয়ার দর কমেছে।

বিদ্যুৎ ও জ্বালানী খাতে থাকা ১৮ কোম্পানির মধ্যে সবচেয় বেশি দর কমেছে ইস্টার্ণ লুবিকেন্টসের। আজ এ কোম্পানির দর কমেছে ১৩.৩০ টাকা। এছাড়া বারাকা পাওয়ার শেয়ার দর কমেছে ১.৮০ টাকা, বিডি ওয়েল্ডিং ০.৬০ টাকা, সিভিও পেট্রোকেমিক্যালের ০.৯০ টাকা, ডেসকোর ১.৮০ টাকা, ডোরিন পাওয়ারের ১.৮০ টাকা, জিবিবি পাওয়ারের ১.১০ টাকা, যমুনা ওয়েলের ৩.৪০ টাকা, খুলনা পাওয়ারের ১.৫০ টাকা, লিন্ডে বিডির ৪ টাকা, এমজেল বিডির ১.১০ টাকা, মেঘনা পেট্রোলিয়ামের ৪.৬০ টাকা, পদ্না ওয়েলের ১.৮০ টাকা, পাওয়ার গ্রীডের ০.৮০ টাকা, শাহজিবাজার পাওয়ারের ২ টাকা, সামিট পাওয়ারের ১.৩০ টাকা, তিতাস গ্যাসের ০.৯০ টাকা এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশনের শেয়ার দর কমেছে ১.৮০ টাকা।

আইটি খাতে থাকা ৭ কোম্পানির মধ্যে সবচেয় বেশি দর কমেছে আইটিসির। আজ এ কোম্পানির দর কমেছে ১.৩০ টাকা। এছাড়া আমরা টেকের ০.৫০ টাকা, অগ্রি সিস্টেমের ০.৭০ টাকা, বিডি কমের ০.৩০ টাকা, ড্যাফোডিল কম্পিউটারের ১ টাকা এবং ইনফরমেশন সার্ভিস নেটওর্য়াকের ০.৭০ টাকা। আর ইনটেকের শেয়ার দর অপরিবর্তীত রয়েছে।

সর্বশেষে সেবা ও আবাসন খাতে থাকা ৪ কোম্পানির মধ্যে সবচেয় বেশি দর কমেছে শমরিতা হাসপাতালের। আজ এ কোম্পানির দর কমেছে ২.২০ টাকা। এছাড়া ইস্টার্ণ হাইজিংয়ের ০.৩০ টাকা, সাইফ পাওয়ারটেকের ০.৫০ টাকা এবং সামিট অ্যালায়েন্স পোর্ট শেয়ার দর কমেছে ১.৫০ টাকা।

শেয়ারবাজারনিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.