সাপ্তাহিক গেইনারে ডিএসইতে লংঙ্কাবাংলা ফাইন্যান্স, সিএসইতে প্যাসিফিক ডেনিমস
শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক গেইনারের শীর্ষে অবস্থান করছে আর্থিক খাতের কোম্পানি লংঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেড। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই অবস্থানে রয়েছে বস্ত্র খাতের প্যাষিফিক ডেনিমস লিমিটেড। উভয় স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
গেল সপ্তাহে ডিএসইতে লংঙ্কাবাংলা ফাইন্যান্সের শেয়ার দর ১৯.৮৬ শতাংশ বেড়ে গেইনারের শীর্ষে অবস্থান করছে।
ডিএসই’তে টপটেন গেইনারের তালিকায় থাকা অন্যান্যের মধ্যে রিপাবলিক ইন্স্যুরেন্সের ১৭.৩৪ শতাংশ, সেন্টাল ফার্মাসিটিক্যালের ১৫.৬৩ শতাংশ, আনলিমা ইর্য়ানের ১৪.৬৯ শতাংশ, এসিআই ফরমুলেশনের ১৪.৬৪ শতাংশ, এইচ আর টেক্সটাইলের ১৪.৩৩ শতাংশ, আইডিএলসি ফাইন্যান্সের ১২.৮৬ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ১২.৫৫ শতাংশ, আল-আরাফাহ ব্যাংকের ১২.৫০ শতাংশ এবং আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ডের ১১.৮৪ শতাংশ ইউনিট দর বেড়েছে।
অন্যদিকে, বিদায়ী সপ্তাহে সিএসই’তে প্যাসিফিক ডেনিমসের শেয়ার দর ১৬৭ শতাংশ বেড়ে গেইনারের শীর্ষে উঠে আসে।
টপটেন গেইনারের তালিকায় থাকা অন্যান্যের মধ্যে লংঙ্কাবাংলা ফাইন্যান্সের ১৯.৩৫ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১৭.৭১ শতাংশ, আনলিমা ইয়ানের ১৭.১৪ শতাংশ, এসিআই ফরমুলেশনের ১৪.৬৪ শতাংশ, সেন্টাল ফার্মাসিটিক্যালের ১৫.২৩ শতাংশ, এইচ আর টেক্সটাইলের ১৪.৫৫ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ১৩.০৩ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ১২.৯৫ শতাংশ এবং আইডিএলসি ফাইন্যান্সের ১২.৫৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।
শেয়ারবাজারনিউজ/এম.আর