আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৯ এপ্রিল ২০১৫, বৃহস্পতিবার |

kidarkar

পুঁজিবাজারে অর্থ পাচার রোধে দ্বিতীয় ক্যামেলকো সম্মেলন শুরু ২ মে

bangladeshbankশেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে অর্থ পাচার প্রতিরোধে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজ ও  মার্চেন্ট ব্যাংকের প্রধান নির্বাহীদের নিয়ে দ্বিতীয় ক্যামেলকো সম্মেলন শুরু হবে আগামী ২ মে। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ৩ মে পর্যন্ত। সম্মেলনে ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকের বিনিয়োগ পর্যালোচনা করা হবে।

কক্সবাজারে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর এস কে সুর চৌধুরী।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র  ও নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান শেয়ারবাজার নিউজ ডট কমকে জানান, সম্মেলনে অর্থ পাচার ও সন্ত্রাসী কর্মকান্ডে অর্থায়ন রোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্মেলনে ব্রোকার হাউজ, বিনিয়োগকারী মার্চেন্ট ব্যাংকের শীর্ষ গ্রহীতাদের অর্থ পাচার সংক্রান্ত বিষয়ে জানতে চাওয়া হবে। পাশাপাশি ব্যাংকগুলোকে এ বিষয়ে প্রতিবেদন পাঠাতেও নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের ২৬ থেকে ২৮ মার্চ মানি লন্ডারিং প্রতিরোধে দেশে কার্যরত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে ক্যামেলকো সম্মেলন হয়েছে কক্সবাজারেই।

শেয়ারবাজারনিউজ/তু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.