উত্থান-পতনে চলছে লেনদেন
শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান-পতনে চলছে লেনদেন। এদিন শুরুতে উত্থান থাকলেও সোয়া ঘন্টা পর সেল প্রেসারে টানা কমতে থাকে এবং দেড় ঘন্টা পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত থাকে সূচকে। মঙ্গলবার লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় সূচকে গ্রীণ সিগন্যালের পাশাপাশি বেড়েছে বেশীরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকে লেনদেনে রয়েছে আগের দিনের তুলনায় কিছুটা গতি। আলোচিত সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে প্রায় ৬০০ কোটি টাকা।
বিশ্লেষণে দেখা গেছে, আজ দুপুর সাড়ে ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯ পয়েন্টে বেড়ে অবস্থান করছে ৫৬২১ পয়েন্টে। আর ডিএসইর শরিয়াহ সূচক ০.৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩০৮ এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ২০২৭ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৭টি, দর কমেছে ১১৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৫৯১ কোটি ৬০ লাখ ১৬ হাজার টাকা।
এর আগের কার্যদিবস অর্থাৎ সোমবার দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স ২৩ পয়েন্টে কমে অবস্থান করে ৫৬২০ পয়েন্টে। আর ডিএসইর শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করে ১৩০৮ এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করে ২০৩২ পয়েন্টে। সে সময় টাকার অংকে লেনদেন হয়েছিলো ৪৬০ কোটি ৬১ লাখ ৯৬ হাজার টাকা।
এদিকে, দুপুর সাড়ে ১২ টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৭ হাজার ৪০০ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ২০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০টির, দর কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের দর। যা টাকার অংকে ৬০ কোটি ৫৯ লাখ ৬ হাজার টাকা।
শেয়ারবাজারনিউজ/মু