২ প্রতিষ্ঠানকে ১৮ লাখ টাকা জরিমানা
শেয়ারবাজার রিপোর্ট: সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় দুই প্রতিষ্ঠানকে আর্থিক ১৮ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর মধ্যে লিবরা ইনফিউশনের ব্যবস্থাপনা পরিচালকসহ ৮ পরিচালকে মোট ১৬ লাখ টাকা এবং মিরোর ফাইন্যান্স ম্যানেজমেন্ট লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করেছে। মঙ্গলবার অনুষ্ঠিত কমিশনের ৫৯৯তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জানা যায়, লিবরা ইনফিউশন লিমিটেড তাদের ৩০ জুন ২০১৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী প্রস্তুত না করেনি। পাশাপাশি সিকিউরিটিজ আইন ভঙ্গ করে ৩১ ডিসেম্বর, ২০১৫ অর্ধবার্ষিক প্রতিবেদন প্রস্তুত করেছে। এতে কোম্পানিটি শেয়ার হোল্ডারদের স্বার্থ ক্ষুন্ন করেছে। তাই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে ২ লাখ টাকা করে জরিমানা করেছে কমিশন।
এছাড়া, ডিএসইর ট্রেক হোল্ডার মিরোর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট লিমিটেডকে সিকিউরিটিজ আইন ভঙ্গের জন্য দুই লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি।
বিএসইসি জানায় প্রতিষ্ঠানটি ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিতে মার্জিন ঋণ দিয়েছে। কিন্তু ঋণের সুদ যথাযত ভাবে প্রদর্শন করেনি। এছাড়া, গ্রাহকের কাছ থেকে ৫ লাখ টাকা নগদ গ্রহণ করেছে। এবং মাসিক নেট ক্যাপিটাল ব্যালেন্স যথাযত খাবে প্রস্তুত করেনি। তাই প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।
শেয়ারবাজারনিউজ/মু