বোর্ড সভা সামনে থাকায় নেটিং হচ্ছে ওয়ান ব্যাংকের শেয়ার
শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে (মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই অবস্থানে রয়েছে ব্যাংক খাতের ওয়ান ব্যাংক লিমিটেড। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ভাল ডিভিডেন্ডের আশায় সিএসই’তে ওয়ান ব্যাংকে শেয়ার বিনিয়োগকারীরা নেটিং করছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত তৃতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে এবং শীঘ্রই ডিভিডেন্ডের ঘোষণা আসতে পারে বলে শেয়ারটিতে লেনদেন বেড়ে গেছে। ফলে সিএসই’তে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওয়ান ব্যাংক।
সূত্রমতে, ডিএসই’তে লেনদেনের শীর্ষে থাকা এ্যাকটিভ ফাইন কেমিক্যালের ১ কোটি ২৫ লাখ ৩৫ হাজার ৩১৩টি শেয়ার ৫ হাজার ৮৪৩ বার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৫ কোটি ৭০ লাখ ৬১ হাজার টাকা। একই সাথে লেনদেনের শীর্ষে থাকা অন্যান্যের মধ্যে বেক্সিমকো’র শেয়ারে লেনদেন হয়েছে ৬৪ কোটি ৪০ লাখ টাকা, লংকা বাংলা ফাইন্যান্সের ৪৩ কোটি ৭০ লাখ ৮৯ হাজার টাকা, ইসলামী ব্যাংকের ৩৬ কোটি ১৭ লাখ ১ হাজার টাকা, সেন্ট্রাল ফার্মার ২৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার টাকা, বারাকা পাওয়ারের ২৫ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার টাকা, বাংলাদেশ থাইয়ের ২৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার টাকা, কেয়া কসমেটিক্সের ২২ কোটি ৮৬ লাখ ৯ হাজার টাকা, ফরচুন সুজের ২২ কোটি ৭৫ লাখ ৫৪ হাজার টাকা এবং আরএসআরএম স্টীলের শেয়ারে লেনদেন হয়েছে ২০ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকা।
অন্যদিকে, সিএসই’তে ওয়ান ব্যাংকের ১ কোটি ৪১ লাখ ৩৫ হাজার শেয়ার লেনদেন হয়ে লেনদেনের শীর্ষে অবস্থান করছে। যার বাজার মূল্য ৩০ কোটি ৩৮ লাখ ৮৯ হাজার টাকা। একই সাথে সিএসই’তে লেনদেনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে বেক্সিমকোর শেয়ারে লেনদেন হয়েছে ৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজার টাকা, এ্যাকটিভ ফাইন কেমিক্যালের ৩ কোটি ৭৮ লাখ ২ হাজার টাকা, লংকা বাংলা ফাইন্যান্সের ২ কোটি ৬৫ লাখ ২৬ হাজার টাকা, ইসলামী ব্যাংকের ২ কোটি ১৪ লাখ ৭৭ হাজার টাকা, বারাকা পাওয়ারের ২ কোটি ৩ লাখ ২ হাজার টাকা, বিডি থাইয়ের ১ কোটি ৭৬ লাখ ৩৬ হাজার টাকা, কেয়া কসমেটিক্সের ১ কোটি ৭৪ লাখ ৭২ হাজার টাকা, সালভো কেমিক্যালের ১ কোটি ৪৫ লাখ ৫৮ হাজার টাকা এবং বেক্সিমকো ফার্মার শেয়ারে লেনদেন হয়েছে ১ কোটি ২৮ লাখ ৬৪ হাজার টাকা।
শেয়ারবাজারনিউজ/রু