হাইডেলবার্গ সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার রিপোর্ট: ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ। সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৩০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি। আজ মঙ্গলবার কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ মে সকাল ১১ টায় কোম্পানির রেজিষ্টার অফিস, রুপগঞ্জ, নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ মার্চ।
এদিকে, সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬.৬৯ টাকা, শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৯৮.৯৬ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবা হ (এনওসিএফপিএস) ৩০.৫০ টাকা।
শেয়ারবাজারনিউজ/এম.আর