পানি সাপ্লাই বা ইলেকট্রিক কর্মী থেকে সাবধান!
শেয়ারবাজার ডেস্ক: তিন-চার জন লোক আপনার বাসায় আসবে। এসে বলবে যে তারা পানি সাপ্লাই কোম্পানী থেকে এসেছে। তারা ফ্রী তে আপনার বাসার পানির ট্যাপে নতুন এক ধরণের ক্যাপ বসাবে যাতে পানি খরচ কম হয়। অথবা তারা বলবে যে, তারা ইলেক্টিক্যাল কোম্পানী থেকে এসেছে। তারা ফ্রী তে আপনার বাসার এনার্জি সেভিং লাইট চেঞ্জ করে দিবে সরকারী প্রজেক্টের কাজ হিসেবে, যাতে বিদ্যুৎ খরচ কম হয়।
তাদেরকে অনেক জায়গায় এরকম করতে দেখা গেছে।
তাদেরকে ঢুকতে দিবেন না। তারা ডাকাত। মানুষের বাসায় ঢুকে বন্দুক ধরে ডাকাতি করে। বাসার দরজা সব সময় বন্ধ রাখুন। অপরিচিত জনকে বাসায় ঢুকতে দিবেন না।
ইতিমধ্যে বেশকিছু বাড়ি ও ফ্লাটে এ ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা গেছে। তাই নিজে সাবধান হন,অন্যকেও সাবধান করুন।
শেয়ারবাজারনিউজ/ম.সা