জেড ক্যাটাগরির ২ কোম্পানি হল্টেড
শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের আধা ঘন্টায় ক্রেতা-বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে পুঁজিবাজারে তালিতাভুক্ত জেড ক্যাটাগরির ২ কোম্পানি। এগুলো হলো- দুলামিয়া কটন এবং জুট স্পিনার্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সকাল ১১টায় কোম্পানিগুলো শেয়ার ক্রয়-বিক্রেতার সংকটে হল্টেড হয়। সর্বশেষ তথ্যমতে দুলামিয়া কটনের ১৫০০টি শেয়ার ৮ টাকা দরে ক্রয়ের আবেদন থাকলেও বিক্রয়ের কোন আবেদন ছিল না। আর জুট স্পিনার্সের ৫০টি শেয়ার ৫৬.৯০ টাকায় বিক্রয়ের আবেদন থাকলেও ক্রয়ের কোন আবেদন ছিল না। আলোচিত সময়ে পর্যন্ত কোম্পানি ২টির কোন শেয়ার লেনদেন হয়নি।
এদিকে, আজ সারাদিনে দুলামিয়া কটনের ৬০০ শেয়ার মাত্র ২ বার হাতবদল হয়। যার বাজার দর ৫ হাজার টাকা। আর জুট স্পিনার্সের ১০টি শেয়ার মাত্র ২ বার হাতবদল হয়। যার বাজার দর ১ হাজার টাকা।
শেয়ারবাজারনিউজ/এম.আর