মিশ্র প্রবণতায় চলছে লেনদেন
শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। এদিন শুরু থেকেই বাজারে উত্থান-পতন লক্ষ করা যায়। বৃহস্পতিবার লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশীরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকে লেনদেনে রয়েছে আগের দিনের তুলনায় কিছুটা ধীর গতি। আলোচিত সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে প্রায় ২৯৩ কোটি টাকা।
বিশ্লেষণে দেখা গেছে, আজ দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্টে কমে অবস্থান করছে ৫৫৯৪ পয়েন্টে। আর ডিএসইর শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩০৪ এবং ডিএসই-৩০ সূচক ০.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০২১ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪টি, দর কমেছে ১৪৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৯৩ কোটি ২৮ লাখ ৯৬ হাজার টাকা।
এর আগের কার্যদিবস অর্থাৎ বুধবার দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স ১২ পয়েন্টে বেড়ে অবস্থান করে ৫৬২৫ পয়েন্টে। আর ডিএসইর শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৩১০ এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২০৩১ পয়েন্টে। সে সময় টাকার অংকে লেনদেন হয়েছিলো ৩৭৭ কোটি ৪ লাখ ১৯ হাজার টাকা।
এদিকে, দুপুর সাড়ে ১২ টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট কমে অবস্থান করে ১০ হাজার ৪৯৯ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ১৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৬টির, দর কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের দর। যা টাকার অংকে ১২ কোটি ৪৫ লাখ ৭৭ হাজার টাকা।
শেয়ারবাজারনিউজ/মু