শেয়ারবাজার ডেস্ক: কর্পোরেট অফিসের ঠিকানা পরিবর্তন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, সুহৃদ ইন্ডাস্ট্রিজের নতুন অফিসের ঠিকানা হাউজ#৩৭, গ্রীণ কর্ণনার (২য় ফ্লোর), গ্রীণ রোড ঢাকা-১২০৫। যা ১ মার্চ থেকে কার্যকরী হয়েছে।
এর আগে কোম্পানির অফিস ছিল হাউজ# ৩/১ (৩য় ফ্লোর) রোড-৮, ধানমন্ডী, ঢাকা-১২০৫।
শেয়ারবাজারনিউজ/এম.আর