আইসিবি ইসলামী ব্যাংকের নো ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার ডেস্ক: বিনিয়োগকারীদের জন্য ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে কোন প্রকার ডিভিডেন্ড ঘোষণা করেনি পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.৪১ টাকা, শেয়ার প্রতি দায় হয়েছে ১৫.১১ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ১.০২ টাকা (মাইনাস)।
এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ মে সকাল ১০টায়, ইউটিসি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ এপ্রিল।
উল্লেখ্য, ১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানিটি লোকসানে থাকায় গত বছর বিনিয়োগকারীদের কোন প্রকার ডিভিডেন্ড দিতে পারেনি। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.২১ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ দায় (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.৭০ টাকা।
শেয়ারবাজারনিউজ/মু