কনসেন্ট লেটার পেলো নুরানী ডায়িং: আইপিও সাবস্ক্রিপশনের তারিখ নির্ধারণ
শেয়ারবাজার রিপোর্ট: প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) জন্য কনসেন্ট লেটার বা অনুমোদনপত্র পেয়েছে বস্ত্রখাতের নুরানী ডায়িং অ্যান্ড সোয়েটার কোম্পানি লিমিটেড। আজ বৃহস্পতিবার ২ মার্চ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে অনুমোদন পত্র প্রদান করে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কনসেন্ট লেটার পাওয়ার পরপরই কোম্পানিটি আইপিও আবেদনের সাবস্ক্রিপশনের তারিখ নির্ধারণের জন্য প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী আগামী ২ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত আইপিও আবেদন প্রক্রিয়া চলবে। এ সময়ের মধ্যে সকল প্রকার বিনিয়োগকারীদের আইপিও আবেদন করতে হবে।
জানা যায়, এর আগে গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৯৭তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও আবেদন অনুমোদন দেয়া হয়। আইপিওতে কোম্পানিটি অভিহিত মূল্য ১০ টাকা দরে শেয়ার বিক্রি করবে। বাজারে ৪ কোটি ৩০ লাখ শেয়ার বিক্রি করে কোম্পানিটি ৪৩ কোটি টাকা উত্তোলন করবে।
আইপিও’র টাকা দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি ঋণ পরিশোধ করবে।
৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪.৩৭ টাকা। গত পাঁচ বছরে কোম্পানিটির গড় শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৭৯ টাকা।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে ইম্পেরিয়াল ক্যাপিটাল ও সিএপিএম অ্যাডভাইজরি সার্ভিসেস।
শেয়ারবাজারনিউজ/ম.সা