আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১১ মার্চ ২০১৭, শনিবার |

kidarkar

যন্ত্রপাতি আমদানি করবে ন্যাশনাল পলিমার: বাড়বে উৎপাদন ক্ষমতা

National Polymer_ ন্যাশনাল পলিমারশেয়ারবাজার ডেস্ক: উৎপাদন ক্ষমতা বাড়াতে যন্ত্রপাতি আমদানি করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ন্যাশনাল পলিমার ইন্ডাষ্ট্রিজ লিমিটেড। কোম্পানিটি পিভিসি পাইপ, শিটস, দরজা, থ্রেড টেপ এবং গৃহস্থলির প্রয়োজনীয় প্লাস্টিক পণ্য উৎপাদন করার জন্য মেশিন আমদানি করবে।গত বৃহস্পতিবার ৯ মার্চ অনুষ্ঠিত ১৪১তম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বর্তমানে কোম্পানির উৎপাদন ক্ষমতা রয়েছে ১৯ হাজার ৭০৮ মেট্রিক টন। সেখান থেকে বাড়িয়ে উৎপাদন ক্ষমতা ২৯ হাজার ৫৬২ মেট্রিক টনে উন্নীত করা হবে। কোম্পানিটি আশা করছে নতুন মেশিনের উৎপাদন কার্যক্রম আগামী ১ আগষ্ট থেকে শুরু করা যাবে। স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংকের অর্থায়নে কোম্পানিটি তাদের ফ্যাক্টরীর এক্সপানশন করবে। এই কাজে কোম্পানির ৩৮ লাখ ডলার বিনিয়োগের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভলপমেন্ট অথরিটি (বিআইডিএ)। গত ৮ মার্চ কোম্পানিটি বিআইডিএ থেকে বিনিয়োগের অনুমোদন লাভ করে।

শেয়ারবাজারনিউজ/ম.সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.