আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১২ মার্চ ২০১৭, রবিবার |

kidarkar

গণহত্যা দিবসের স্বীকৃতির জন্য সরকারকে আহবান

shrujশেয়ারবাজার ডেস্ক: গণহত্যা দিবসকে আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃত করার জন্য সরকারকে দ্রুত কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভামন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিম। ১২ মার্চ রবিবার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ এর রাজনৈতিক কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা আশা করব পররাষ্ট্রমন্ত্রী খুব তাড়াতাড়ি যাতে এ দিবসটি আন্তর্জাতিক স্বীকৃত পায় তার জন্য যা যা করা লাগে তিনি করবেন।
তিনি আরও বলেন, এ বছর থেকে ২৫ মার্চ কে গণহত্যা দিবস পালন করবো। এবং জেলা উপজেলা পর্যায়ে যাতে মানুষ পালন করতে পারে তার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে উদ্যোগ গ্রহণ করা হবে।

স্বাস্থ মন্ত্রী বলেন,পাকিস্থান এখনো বিভিন্ন ভাবে বলে বা লেখে তারা বাংলাদেশের উপর গণহত্যা চালায়নি। তাদের লজ্জা পাওয়া উচিত এ ধরনের মিথ্যা প্রচার করে। বিশ্বের প্রায় দেশই জানে তারা আমাদের উপর গনহত্যা চালিয়েছে এর জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত।

এর আগে জাতীয় সমাজত্রান্ত্রিক দল এর সাধারন সম্পাদক শিরিন আক্তার এর সভাপতিত্বে ১৪ দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.