আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৪ মার্চ ২০১৭, মঙ্গলবার |

kidarkar

ট্রাস্ট ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

Trust bankশেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকের খাতের কোম্পানি ট্রাস্ট ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। মঙ্গলবার ১৪ মার্চ অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিভিডেন্ড পেতে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ এপ্রিল। বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৪ মে সকাল ১১টায় ট্রাস্ট মিলনায়তন কেন্দ্রে।

জানা যায়, আলোচিত সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩.৯৭ টাকা (সলো) ও কনসলিডেট ৩.৯৮ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল সলো ও কনসলিডেট ৩.০৪ টাকা।

এছাড়া শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) কনসলিডেট ২২.৭৫ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ২৮.৯৬ টাকা।

 শেয়ারবাজারনিউজ/আ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.