আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৪ মার্চ ২০১৭, মঙ্গলবার |

kidarkar

এক নজরে ব্যাংকের প্রকৃত মুনাফা

private_commercial_banksশেয়ারবাজার রিপোর্ট: দেশের বেসরকারী ব্যাংকগুলোর কর পরিশোধের পর প্রকৃত মুনাফা ৩১ ডিসেম্বর, ২০১৬ শেষে প্রায় ১৭.২০ শতাংশ বেড়েছে। আর এ কারণে ব্যাংকের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। এর জেরে ব্যাংকগুলোর শেয়ারদরও বাড়ছে।

২০১৬ সমাপ্ত হিসাব বছরে বেসরকারি বাংকগুলোর প্রকৃত মুনাফা হয়েছে মোট ৭ হাজার ৮০৬ কোটি টাকা। আর ব্যাংকিং খাতের মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলো সবচেয়ে বেশি ভাল পারফমেন্স দেখিয়েছে।

আর সরকারি ও বেসরকারি ব্যাংক মিলিয়ে এ খাতের মুনাফা ২০১৬ সালে ৪.৯০ শতাংশ বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী এ তথ্য পাওয়া গেছে।

ব্যাংকগুলো ২০১৬ সালে মোট পরিচালন মুনাফা করেছে ২১ হাজার ৫৬৭ কোটি টাকা। এর মধ্যে থেকে ৬ হাজার ৫০ কোটি টাকা কর এবং ৭ হাজার ২১০ কোটি টাকা খারাপ ঋণের কারণে প্রভিশনিং করেছে।

ব্যাংকগুলো ভাল মুনাফা দেওয়ায় সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে অনেকটাই তেজিভাব দেখা গেছে বলে জানান বেসরককারী ব্যাংকের এক কর্মকর্তা।

বিনিয়োগকারীরা যদি কোম্পানির আর্থিক অবস্থার মূল্যায়নের উপর বিনিয়োগ করে তাহলে তারা আর লোকসানে পড়বে না, বরং বাজার স্থিতিশীল খাকবে বলে জানান তিনি।

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে এবি ব্যাংকের কর পরিশোধ ও প্রয়োজনীয় সঞ্চিতির পর প্রকৃত মুনাফা হয়েছে ১৭৯ কোটি ১৬ লাখ টাকা, আল-আরাফাহ এর ৩১৯ কোটি, ব্যাংক এশিয়ার ১৯০ কোটি ৭৪ লাখ, ব্রাক ব্যাংকের ৪৪৬ কোটি, সিটি ব্যাংকের ৩৯৬ কোটি ১৮ লাখ, ডাচ-বাংলা ব্যাংকের ১৮১ কোটি ৬০ লাখ, ঢাকা ব্যাংকের ২৫৬ কোটি ৮২ লাখ, ইস্টার্ন ব্যাংকের ২৮০ কোটি, এক্সিম ব্যাংকের ২৮৭ কোটি ৭৯ লাখ, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ১৬৯ কোটি ১৩ লাখ, ইসলামি ব্যাংকের ৫২৮ কোটি ৫৬ লাখ, আইএফআইসি ব্যাংকের ১৫৭ কোটি ৯০ লাখ, যমুনা ব্যাংকের ২৩৫ কোটি ৫৬ লাখ, মার্কেন্টাইল ব্যাংকের ২০৫ কোটি ৮৫ লাখ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ১৪৫ কোটি, ন্যাশনাল ব্যাংকের ৬৮৩ কোটি ৩১ লাখ, এনসিসি ব্যাংকের ২৪৮ কোটি, ওয়ান ব্যাংকের ১৮৬ কোটি ৪৯ লাখ, প্রিমিয়ার ব্যাংকের ১৫৪ কোটি ১৮ লাখ, প্রাইম ব্যাংকের ২৮৩ কোটি ৯৮ লাখ, পূবালী ব্যাংকের ২০০ কোটি ১৪ লাখ, শাহজালাল ইসলামি ব্যাংক ১৫৯ কোটি ৮২ লাখ, এসআইবিএল ২৩৯ কোটি ২৯ লাখ, সাউথইস্ট ব্যাংক ৩৪৩ কোটি ১৩ লাখ, স্ট্যান্ডার্ড ব্যাংক ১০৪ কোটি ৩৬ লাখ, ট্রাস্ট ব্যাংক ২০২ কোটি ৬৩ লাখ, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের ৩৩৩ কোটি ৩৩ লাখ, উত্তরা ব্যাংকের ১৫৮ কোটি ২৪ লাখ টাকা প্রকৃত মুনাফা করেছে। তবে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক ৪৯ কোটি ৭৯ লাখ টাকা লোকসান করেছে।

শেয়ারবাজারনিউজ/এম.আর/আ

 

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.