আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১২ এপ্রিল ২০১৫, রবিবার |

kidarkar

প্রচারণায় নেমেছেন তাবিথের মা

tabit-maশেয়ারবাজার রিপোর্ট: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ২০ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ এম আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন তার মা নাসরিন আউয়াল মিন্টু।

রোববার রাজধানীর বনানী বাজার এলাকার  স্থানীয় ব্যবসায়ীদের কাছে ছেলের জন্য বাস মার্কায় ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি।

এসময় নাসরিন আউয়াল অভিযোগ করে বলেন, ‘বনানী ২/২ রোডে যে বস্তি আছে সেই বস্তির বাসিন্দাদের মিথ্যে প্রলোভন দেখিয়ে ভোট নেয়ার পাঁয়তারা করছে সরকার। তাদেরকে বলা হচ্ছে, গভমেন্ট প্লটে তাদের বাসস্থান করে দেয়া হবে। তাদেরকে আর কোনো ভাড়া দিতে হবে না। তারা স্বাচ্ছন্দে থাকতে পারবেন। এভাবে প্রলোভন দেখিয়ে ভোট নেয়া অন্যায় ও নির্বাচনী আচরণ বিরুদ্ধ।’

নাসরিন বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি, সরকার চট্টগ্রামের মেয়র পদ বিএনপিকে ছেড়ে দেবে এবং ঢাকার দুটি মেয়র পদে কোনোমতেই ছাড় দেবে না। এ রকম অভিযোগ উঠলে তো আর লেভেলপ্লেয়িং ফিল্ড থাকে না। অথচ প্রধানমন্ত্রী বারবার বলছেন, সিটি করপোরেশন নির্বাচনের জন্য লেভেলপ্লেয়িং ফিল্ড তৈরি করা হবে।’

সংশয় প্রকাশ করে তিনি বলেন, ‘ইলেকশনটা আদৌ হবে কি না, এ নিয়ে আমরা সন্দিহান। কেননা আমাদেরকে নানাভাবে বাধা দেয়া হচ্ছে। কোথাও যেতে দেয়া হচ্ছে না। তাছাড়া আমাদের নেতকাকর্মীদের আটকে রাখা হয়েছে। আমরা প্রচারণায় বের হয়েছি, কোনো নেতাকর্মী ছাড়াই।’

তিনি আরও বিলেন, আমার ছেলে তার নির্বাচনী প্রচারণায় বাধা পেয়েছে বলে আমি শুনেছি। এ অবস্থা চলমান থাকলে কীভাবে নির্বাচন করা সম্ভব।

সবশেষে ছেলের জন্য ভোট প্রার্থনা করে নাসরিন আউয়াল মিন্টু বলেন, ‘আমরা আশা করি ঢাকাবাসী নতুন প্রজন্মকে চাইবে। আমার ছেলে নতুন প্রজন্মের প্রতিনিধি। সে বহু দেশের আধুনিক শহরে ঘুরেছে, পড়াশোনা করেছে, তাই সে জানে কিভাবে ঢাকাকে আধুনিক শহর হিসেবে গড়তে হবে।’

শেয়ারবাজার/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.