আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১২ এপ্রিল ২০১৫, রবিবার |

kidarkar

বিএটিবিসির ৪২তম এজিএম সম্পন্ন

batbcশেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বিএটিবিসি) ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

রোববার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারের উপস্থিতিতে এ কোম্পানির এজিএম সম্পন্ন হয়।

সভায়  ২০১৪ সালের আর্থিক বিবরনী, পরিচালকবৃন্দের প্রতিবেদন এবং নিরীক্ষকবৃন্দের প্রতিবেদন শেয়ার হোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। পাশাপাশি সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ার প্রতি ৫৫ টাকা (যার মধ্যে শেয়ার প্রতি ১০ টাকা ইতোমধ্যেই অন্তবর্তীকালীন লভ্যাংশ হিসাবে প্রদান করা হয়েছিল) সর্বমোট লভ্যাংশ অনুমোদন করা হয়।

জানা যায়, ২০১৪ সালে বেসরকারি খাতে সর্বোচ্চ কর প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে বিএটিবিসি  ৯,৯৩২ কোটি টাকা ভ্যাট, সম্পূরক শুল্ক এবং অন্যান্য রাজস্ব বাবদ রাষ্ট্রীয় কোষাগারে প্রদান করেছে।

কোম্পানির চেয়ারম্যান জনাব গোলাম মইনউদ্দিন এর সভাপতিত্বে উক্ত এজিএমে ম্যানেজিং ডিরেক্টর জনাব শেহ্জাদ মুনিম, ডিরেক্টর কে এইচ মাসুদ সিদ্দিকী, জালাল আহমেদ, মোশাররফ হোসেন, মি: উইলিয়াম পেগেল, মোঃ ফায়েকুজ্জামান, কামরুল হাসান, মঈনউদ্দিন আব্দুল্লাহ এবং কোম্পানি সেক্রেটারী আজিজুর রহমান উপস্থিত ছিলেন।

শেয়ারবাজার/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.