আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০২ এপ্রিল ২০১৭, রবিবার |

kidarkar

যে কারণে লুজারের শীর্ষে ইসলামী ব্যাংক

TOP-10- Loser -sharebazarnews, লুজারের শীর্ষেশেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক লিমিটেডে গত কয়েক বছর ধরেই ২০ শতাংশের উপর ডিভিডেন্ড ঘোষনা কর আসছে। ২০০৩ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কোম্পনিটি টানা ২০ শতাংশের ‍উপরে ডিভিডেন্ড ঘোষনা করেছে। ২০১৪ সালে ১৫ শতাংশ ক্যাশ দিলোও ২০১৫ সালে কোম্পনিটি ২০ শতাংশ ক্যাশ ডিভিডেনড্ ঘোষনা করেছে। কিন্তু ২০১৬ সালে ইসলামি ব্যাংকের ডিভিডেন্ডের পরিমাণ অর্ধেকে অর্থাৎ ১০ শতাংশে নেমে এসেছে।

২০১৬ সালে মুনাফার শীর্ষে  থাকার পরেও ডিভিডেন্ডের এমন খবরে ব্যাংকটির শেয়ার দরে নেতিবাচক প্রভাব পড়েছে। ফলে সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের উভয় স্টক একচেঞ্জে টপটেন লুজারের শীর্ষে উঠে এসছে ইসলামী ব্যাংক লিমিটেড। আজ রোববার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) ইসলামী ব্যাংককের শেয়ার দর ১২.৪০ শতাংশ এবং চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) ১৩.০৭ শতাংশ কমে লুজারের শীর্ষে উঠে আসে।

আজ রোববার ডিএসইতে ইসলামী ব্যাংকের ৮৮ লাখ ২৩ হাজার ৩৮টি শেয়ার ৪ হাজার ২৪৮ বার লেনদেন হয়। সারাদিন কোম্পানির শেয়ার দর ৩৪ টাকা থেকে ৩৮ টাকায় উঠানামা করে সর্বশেষ ৩৬ টাকায় লেনদেন হয়। গত ৩০ মার্চ ব্যাংকটির ক্লোজিং শেয়ার দরে ছিল ৪১.১০ টাকা। যা আজ ২ এপ্রিল ব্যাংকটির শেয়ার দরে ক্লোজিং হয় ৩৬ টাকায়। সে হিসেবে কোম্পানির শেয়ার দর কমেছে ৫.১০ টাকা বা ১২.৪০ শতাংশ।

এদিকে সিএসইতে ইসলামী ব্যাংকের ৭ লাখ ৫৪ হাজার ৭৭৩টি শেয়ার ৮০২ বার লেনদেন হয়। সারাদিন কোম্পানির শেয়ার দর ৩৫ টাকা থেকে ৩৭ টাকায় উঠানামা করে সর্বশেষ ৩৫.৯০ টাকায় লেনদেন হয়। গত ৩০ মার্চ ব্যাংকটির ক্লোজিং শেয়ার দর ছিল ৪১.৩০ টাকা। যা আজ ২ এপ্রিল ব্যাংকটির শেয়ার দরে ক্লোজিং হয় ৩৫.৯০ টাকায়। সে হিসেবে কোম্পানির শেয়ার দর কমেছে ৫.৪০ টাকা বা ১৩.০৭ শতাংশ।

ডিএসইতে লুজারের তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর ৯.৪৮ শতাংশ, এবি ব্যাংকের ৫.৬১ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৫.৪৬ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৪.৫০ শতাংশ, সোস্যাল ইসলামী ব্যাংকের ৪.৪২ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৪.৪০ শতাংশ, নদার্ণ ইন্স্যুরেন্সের ৪.২৮ শতাংশ, সেন্টাল ইন্স্যুরেন্সের ৪.১৪ শতাংশ এবং প্রাইম ব্যাংকের ৩.৯৮ শতাংশ দর কমেছে।

অন্যদিকে, সিএসইতে লুজারের তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর ৯.৪৮ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৭.০৫ শতাংশ, প্রাইম ব্যাংকের ৬.৭৯ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৭৮ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৬.৪৩ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৫.০৮ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৫ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ৫ শতাংশ এবং সানলাইফ ইন্স্যুরেন্সের ৫ শতাংশ দর কমেছে।

শেয়ারবাজারনিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.