আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১০ জানুয়ারী ২০১৫, শনিবার |

kidarkar

অবরোধের কারণে সোনারগাঁও টেক্সটাইল বন্ধ

sonargaonশেয়ারবাজার রিপোর্ট : দেশের সার্বিক পরিস্থতির কারণে কাঁচা তুলা সরবরাহ নিশ্চিত না হওয়ায় বরিশালে হাজারো শ্রমিকদের কর্মসংস্থান সোনারগাঁও টেক্সটাইল মিলস্- বন্ধ ঘোষণা করা হয়েছে।
এক নোটিশের মাধ্যমে শনিবার (১০ জানুয়ারি) ভোর ৬টা মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সুতা উৎপাদনশীল প্রতিষ্ঠানটির সব বিভাগ সাময়িক বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
তবে এর শেষ অংশে উল্লেখ করা হয়, যথাসময়ে সংশ্লিষ্ট সবাইকে কাজে যোগদানের জন্য নোটিশের মাধ্যমে জানানো হবে। এর ফলে মূলত কবে নাগত আবারও প্রতিষ্ঠানটি খোলা হবে তা বলতে পারছে না কেউই।
বরিশালের সোনারগাঁও টেক্সটাইল মিলস’র কর্তৃপক্ষ ও প্রকল্প পরিচালক সাক্ষরিত নোটিশ সূত্রে জানা গেছে, চলমান অবরোধের কারণে গত সপ্তাহ থেকে কাঁচামাল সরবরাহ বন্ধ রয়েছে। প্রতি সপ্তাহে এ মিলে দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাকে করে কাঁচামাল (তুলা) আনা হয়। তবে গত কয়েক দিন অব্যাহত অবরোধের কারণে ট্রাক আসতে না পারায় কাঁচামাল সরবরাহ সম্ভব হয় নি বলে নোটিশে উল্লেখ করা হয়।
তাই বিষয়টি শ্রমিকদের বুঝিয়ে সাময়িক ভাবে মিলস্ বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। তারপরও শ্রমিকদের মধ্যে শঙ্কা রয়েছে।
তবে বন্ধ থাকা অবস্থাতে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর  ১৬(১) ধারা অনুযায়ী শ্রমিকদের ক্ষতি পূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন মিল কর্তৃপক্ষ।
এক সময় এ মিলস্ গড়ে প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার পাউন্ড সুতা উৎপাদন হতো। কিন্তু নানান কারণে গত বছর থেকেই উৎপাদন কমে আসছে এ মিলস্। গত দুই মাস বিদ্যুতের বকেয়া পাওনা ২ কোটি টাকা। বকেয়া টাকা শোধ করতে না পেরে সংযোগ বিছিন্ন করে বিদ্যুৎ বিভাগ। এ কারণে গত দুই মাস থেকে মিলস্ বৃহত্তর ৩ নম্বর ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়। তবে ১ ও ২ নম্বর ইউনিট চালু ছিলো।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.