জাহিন স্পিনিংয়ের রাইট শেয়ার: অনুমোদনের সময় এক মাস পেছালো

শেয়ারবাজার ডেস্ক: বস্ত্রখাতের জাহিন স্পিনিং মিলস লিমিটেড ফেসভ্যালু ১০ টাকায় ১আর:১ অনুপাতে রাইট শেয়ার ছাড়ার ঘোষণা দেয়। এই রাইট শেয়ার ছাড়তে শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য ১৭ জুন বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখও নির্ধারণ করা হয়। কিন্তু আজ ১৩ জুন অনিবার্য কারণ দেখিয়ে বিশেষ সাধারণ সভার (ইজিএমের) তারিখ পরিবর্তন করেছে বস্ত্রখাতের জাহিন স্পিনিং মিলস লিমিটেড। কোম্পানিটির ইজিএম ১৭ জুন হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত তা আরো এক মাস পিছিয়ে দেয়া হয়েছে। ১৭ জুনের ইজিএম এখন ১৬ জুলাই অনুষ্ঠিত হবে। তবে কোথায় এবং কখন হবে সে বিষয়ে কোম্পানির আগের সিদ্ধান্তই বহাল থাকবে।
অর্থাৎ জাহিন স্পিনিংয়ের ইজিএম ১৬ জুলাই,সকাল ৯টায়, সুগন্ধা কমিউনিটি সেন্টার, সাত মসজিদ রোড,ধানমন্ডি,ঢাকায় অনুষ্ঠিত হবে।
শেয়ারবাজারনিউজ/ম.সা