আজ: মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ইং, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২১ এপ্রিল ২০১৫, মঙ্গলবার |

kidarkar

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

Shariahশেয়ারবাজার রিপোর্ট: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।

কমিটির ভাইস চেয়ারম্যান ও আল জামেয়াতুস সিদ্দীকিয়া দারুল উলুমের (মাদ্রাসা-ই-ফুরফুরা শরীফ) মুফতি ও মুহাদ্দিস মাওলানা ছাঈদ আহমাদ এতে সভাপতিত্ব করেন।

কমিটির সদস্য ও ইসলামী ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ প্রেসিডেন্ট মো. আবদুর রকীব, বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটির সভাপতি মাওলানা আবদুস শহীদ নাসিম, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম- এর সহযোগী অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মুঈন উদ্দীন, ড. মোহাম্মদ আব্দুস সামাদ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আ ছ ম তরীকুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী এবং দারুল কুরআন মাদ্রাসা-সাভারের অধ্যক্ষ মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুল হুদা সভায় উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের শরিয়াহ পরিপালন বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় ও ব্যাংকের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করা হয়।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানান ব্যাংকের এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম।

শেয়ারবাজারনিউজ/তু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.