আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২১ এপ্রিল ২০১৫, মঙ্গলবার |

kidarkar

শেষ হল ইমন-মিমের পদ্ম পাতার জল

mim & Emonশেয়ারবাজার রিপোর্ট: ইমন ও বিদ্যা সিনহা মিম প্রথমবার জুটিবদ্ধ হয়ে কাজ করেন খালিদ মাহমুদ মিঠুর জোনাকীর আলো ছবিতে। তবে ছবিটি ব্যবসা সফল করতে পারেনি। কিন্তু পদ্ম পাতার জল নিয়ে আশাবাদী ইমন ও মিম।দীর্ঘ ৮৭ দিন শুটিংয়ের পর শেষ হলো ইমন ও মিম অভিনীত জুটির দ্বিতীয় চলচ্চিত্র ‘পদ্ম পাতার জল’। এখন চলছে চলচ্চিত্রটির সম্পাদনার কাজ।

গীতিকার লতিফুল ইসলাম শিবলীর কাহিনী ও সংলাপে তন্ময় তানসেনের চিত্রনাট্য ও নির্দেশনায় ঔপনিবেশিক সময়ের একটি গল্পকে নতুনভাবে উপস্থাপনের জন্য জাকজমকপূর্ণ নানান রকমের সেট এবং জমকালো পোশাক পরিকল্পনার এক নান্দনিক মেলবন্ধন ঘটানো হয়েছে ‘পদ্ম পাতার জল’ চলচ্চিত্রে।চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিয়ন করেছেন ইমন ও বিদ্যা সিনহা সাহা মিম। ট্রাইপড স্টুডিওর প্রথম অবদান ‘পদ্ম পাতার জল’ ছবির গল্পের প্রয়োজনেই বৈচিত্র্যময় সেট ও জমকালো পোশাক ডিজাইন করা হয়েছে।

চলচ্চিত্র নিয়ে ইমন বলেন, ‘আমার বিশ্বাস, ‘পদ্মপাতার জল’ আমার ক্যারিয়ারের অন্যতম একটি চলচ্চিত্র হিসেবে বিবেচিত হবে। এর আগে কোনো চলচ্চিত্রের জন্যই আমি এতটা পরিশ্রম করিনি।’

অন্যদিকে মিম বলেন, ‘ঔপনিবেশিক সময়ের গল্পের উপস্থাপনা করা হয়েছে চলচ্চিত্রটিতে। গল্পের প্রয়োজনেই আমাদের দেখা যাবে একেবারে ভিন্ন গেটআপে। চলচ্চিত্রটির গল্প, গান, লোকেশন নির্বাচন সব মিলিয়ে দারুণ একটা কাজ হয়েছে।’

চলচ্চিত্রের গানগুলোর সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, এস আই টুটুল, অর্ণব, অদিত, ব্যান্ড শিরোনামহীন ও চিরকুট।

শেয়ারবাজারেনিউজ/রা

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.