আজ: মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ইং, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৭ অগাস্ট ২০১৭, রবিবার |

kidarkar

বস্ত্র খাতের বেশিরভাগ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ

dseশেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ৪৫ কোম্পানির মধ্যে বেশিরভাগ কোম্পানির প্রাতিষ্ঠানিক পোর্টফোলিও বিনিয়োগ আগের মাসের তুলনায় বেড়েছে। তালিকাভূক্ত ৪৫ কোম্পানির মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ২২ কোম্পানির, কমেছে ১৭ কোম্পানির, অপরবির্তীত রয়েছে ৭ কোম্পানি ও ১ কোম্পানিতে কোন প্রাতিষ্ঠানিক বিনিয়োগ নেই। জুলাই মাসের কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগের তথ্য পর্যালোচনায় এমনটি জানা গেছে।

ডিএসইর তথ্যানুযায়ী, গত জুলাই মাসে সবচেয়ে বেশি প্রাতিষ্ঠানিত বিনিয়োগ বেড়েছে আনলিমা ইয়ান ডাইং লিমিটেডের। গত জুন মাসে কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৭.৪৪ শতাংশ। যা জুলাই মাসে  ৪.৩৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১.৮৩ শতাংশে। অপরদিকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ সবচেয়ে বেশি কমেছে রিজেন্ট টেক্সটাইলের। জুন মাসে  কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৯.৯৬ শতাংশ। যা জুলাই মাসে ১৪.৮৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫.০৮ শতাংশে।

জুলাই মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে এমন কোম্পানিগুলো হলো- এপেক্স স্পিনিংয়ের প্রাতিষ্ঠনিক বিনিয়োগ ০.২২ শতাংশ বেড়ে ২২.৩১ শতাংশে, সি অ্যান্ড এ টেক্সটাইলের ১.১৮ শতাংশ বেড়ে ১৫.৬৭ শতাংশে, ঢাকা ডাইংয়ের ১.৫৯ শতাংশ বেড়ে ২৩.৮২  শতাংশে, ড্রাগণ সোয়েটার ও স্পিনিং মিলসের ৩.৩২ শতাংশ বেড়ে ২৩.৪২  শতাংশে, এনভয় টেক্সটাইলের ০.১৬ শতাংশ বেড়ে ৩৫.৬৫  শতাংশে, ইভেন্স টেক্সটাইলের ৩.৪৪ শতাংশ বেড়ে ১৬.৩৩  শতাংশে, জেনারেশন নেক্সট ফ্যাশনের ১.৩৯ শতাংশ বেড়ে ২৫.৪৬  শতাংশে, হামিদ ফেবিক্সের ১.৩৭ শতাংশ বেড়ে ২০.৫৪  শতাংশে, ম্যাকসন্স স্পিনিংয়ের ০.১৪ শতাংশ বেড়ে ১৮.৮৫  শতাংশে, মেট্রো স্পিনিংয়ের ০.৬০ শতাংশ বেড়ে ১৫.৩০  শতাংশে, মোজ্জাফর হোসেন স্পিনিংয়ের ০.৪৫ শতাংশ বেড়ে ২৮.৪৩  শতাংশে,  প্রাইম টেক্সটাইলের ০.১৩ শতাংশ বেড়ে ২৮.৪৯  শতাংশে, আরএন স্পিনিংয়ের ০.৩৪ শতাংশ বেড়ে ১২.৭৭  শতাংশে, সায়হাম কটনের ০.২০ শতাংশ বেড়ে ২৫.৩৩  শতাংশে, সায়হাম টেক্সের ০.২০ শতাংশ বেড়ে ৩৪.১০  শতাংশে, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ০.৩৯ শতাংশ বেড়ে ৪.২১  শতাংশে, শাশা ডেনিমসের ০.২০ শতাংশ বেড়ে ১৫.৭৬  শতাংশে, স্কয়ার টেক্সের ০.০৯ শতাংশ বেড়ে ১৯.০৬  শতাংশে, তাল্লু স্পিনিংয়ের ০.৪৩ শতাংশ বেড়ে ১৬.৯৬ শতাংশে, তসরিফা ইন্ডাস্ট্রিজের ০.১৪ শতাংশ বেড়ে ২৩.২৯  শতাংশে ও  জাহিন স্পিনিংয়ের ৩.২৯ শতাংশ বেড়ে ২৮.১৫  শতাংশে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হয়েছে।

অপরদিকে জুলাই মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে এমন কোম্পানিগুলো হলো- আলহাজ্ব টেক্সটাইলের ২.৭৭ শতাংশ কমে  ১৬.৮৬  শতাংশে, আরগণ ডেনিমসের ০.৬৮ শতাংশ কমে ১৭.৩৩  শতাংশে, সিএমসি কামালের ১.৮৪ শতাংশ কমে ১২.৭৯  শতাংশে, ডেল্টা স্পির্নাসের ৪ শতাংশ কমে ১০  শতাংশে, দেশ গার্মেন্টসের ০.০৮ শতাংশ কমে ৬.২৫  শতাংশে, ফারইস্ট নিটিংয়ের ২.৬৮ শতাংশ কমে ৯.১৯  শতাংশে, হা-ওয়েল টেক্সটাইলের ০.০৯ শতাংশ কমে ৬.৮৬  শতাংশে, মালেক স্পিনিংয়ের ০.৭২ শতাংশ কমে ৩১.৪৩ শতাংশ,  মতিন স্পিনিংয়ের ১.০২ শতাংশ কমে ৫০.৭৬  শতাংশে, মিথুন নিটিংয়ের ০.১০ শতাংশ কমে ১০.০৮  শতাংশে, নূরানী ডাইংয়ের ৫.১৪ শতাংশ কমে ১৭.৩০ শতাংশে, প্যাসিফিক ডেনিমসের ১.১১ শতাংশ কমে ১৮.০৮ শতাংশে, প্যারামাউন্ট টেক্সটাইলের ৭.৯৯ শতাংশ কমে ০.০৫ শতাংশে, রহিম টেক্সটাইলের ০.৩৯ শতাংশ কমে ১.২৫ শতাংশে, তুং হাই নিটিংয়ের ২.৩৬ শতাংশ কমে ৮.৪১ শতাংশে, জাহিন টেক্সের ০.০২ শতাংশ কমে ২৩.০৯ শতাংশে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হয়েছে।

এদিকে অলটেক্স ইন্ডাস্ট্রিজ, সোনারগাও টেক্সটাইলের, সাফকোং স্পিনিং, মর্ডাণ ডাইং, এইচ আর টেক্সটাইল, দুলামিয়া কটন ও  স্টাইল ক্রাফট লিমিটেডের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ অপরিবর্তীত রয়েছে। আর ফ্যামিলি টেক্সে কোন প্রাতিষ্ঠানিক  বিনিয়োগ নেই।

শেয়ারবাজারনিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.