৩৩ টাকা দরে এসআইবিএলের ১৬৩ কোটি টাকার শেয়ার লেনদেন

শেয়ারবাজার রিপোর্ট: আজ ব্লক মার্কেটে স্যোশাল ইসলামী ব্যাংক লি: (এসআইবিএল) এর ১৬৩ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ৩৩ টাকা দরে লেনদেন হয়েছে। এ আগের কার্যদিবস গুলোতেও ব্লক মার্কেটে ব্যাংকটির শত কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ব্যাংকটির মোট ৪ কোটি ৯৫ লাখ ৫৪ হাজার ৭৮৪টি শেয়ার ১৪বার হাতবদল করেছে।
সাধারণ বাজারের চেয়ে ব্লক মার্কেটের মধ্যে তফাত হলো, ব্লক মার্কেটে ক্রেতা-বিক্রেতা আগে থেকেই ঠিক করা থাকে। এমনকি ক্রেতা-বিক্রেতা মিলে শেয়ারের দামও আগে থেকে ঠিক করে নেন।
এদিকে সাধারণ বাজারে আজ ব্যাংকটির মোট ১০ কোটি টাকায় ৩২ লাখ ৬৯ হাজার ৩১৪টি শেয়ার লেনদেন হয়েছে। আজ ব্যাংকটির সমাপনি দর নির্ধারণ হয়েছে ৩২.৯০ টাকা।
উল্লেখ্য, গত কয়েক কার্যদিবসে ব্যাংকটির শেয়ার দর ২৬ টাকা থেকে ২৭ শতাংশ বেড়ে ৩৩ টাকা হয়েছে। তাই ডিএসই থেকে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাওয়া হলে প্রতিষ্ঠানটি জানায় তাদের কাছে অপ্রকাশিত কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই।
তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির উল্লেখযোগ্য শেয়ার কিছু বড় শিল্পগ্রুপ কিনছে। এর মধ্যে ইউনাইটেড গ্রুপ সবচেয়ে বেশি শেয়ার কিনেছে।
আজ ব্লক মার্কেটে ১০ কোম্পানির মোট ২২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ডেল্টা ব্র্যাক হাউজিং। কোম্পানিটির মোট ৩৫ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজারনিউজ/আ